কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৩১ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নোংরা ও জরাজীর্ণ বিশ্রামাগার, তিন বছরেও খোলেনি তালা

সিরাজগঞ্জের জামতৈল রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগারে তালা ঝুলছে। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের জামতৈল রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগারে তালা ঝুলছে। ছবি : কালবেলা

প্রকৃতির ডাকে সাড়া দেওয়াতে অনেকক্ষণ ধরে ট্রেনের জন্য অপেক্ষায় একজন ট্রেনযাত্রী তার সাত বছরের বাচ্চাকে নিয়ে এদিক ওদিক ছুটছে। অবশেষে দ্বিতীয় শ্রেণির জন্য স্টেশনের একমাত্র বিশ্রামাগারের কাছে এসে দেখেন, তালা ঝোলানো। পাশের লোককে তালার বিষয়ে জিজ্ঞাসা করতেই তিনি বলে দিলেন, ভিতরে নোংরা আর অপরিষ্কার। পাশে থাকা আরেকজন বললেন, তিন বছর ধরে এখানে তালা ঝুলতে দেখছেন তিনি।

গত তিন বছর ধরে তালাবদ্ধ হয়ে পড়ে আছে সিরাজগঞ্জের কামারখন্দে ব্রিটিশ আমলে নির্মিত জামতৈল রেলস্টেশনের একমাত্র দ্বিতীয় শ্রেণির বিশ্রামাগারটি। বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও মিলছে না সুফল। যাত্রীদের বসার অনুপযোগী, ভিতরে নোংরা, দুর্গন্ধ অবস্থায় পড়ে আছে বিশ্রামাগারটি। অধিকাংশ সময় তালাবদ্ধ থাকে এ কক্ষটিতে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ট্রেনের জন্য অপেক্ষায় থাকা ট্রেনযাত্রীদের। অনেক ট্রেনযাত্রী বিশ্রামাগারটিতে বিশ্রাম নিতে ও টয়লেট করতে না পেরে অবশেষে স্টেশনের আশপাশে খোলা জায়গায় তা সেরে থাকেন। এতে করে পরিবেশ দূষিত হচ্ছে নিয়মিত।

সোমবার (১৮ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, উপজেলার প্রাণকেন্দ্র জামতৈল রেলস্টেশনের দ্বিতীয় শ্রেণির বিশ্রামাগারটি তালাবদ্ধ। টিকেট কাটার পর স্টেশনের বিশ্রামাগারটিতে বিশ্রামের পরিবেশ না থাকায় আশপাশে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। আবার দীর্ঘক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করার পর অনেকেই টয়লেট সারতে খোঁজ করেন গণশৌচাগারের। কিন্তু স্টেশনের বিশ্রামাগারটি তালাবদ্ধ থাকায় ও আশপাশে কোনো গণশৌচাগার না থাকায় চরম ভোগান্তীতে পড়েন যাত্রীরা।

ঢাকাগামী ট্রেন যাত্রী নাজমা আক্তার (৪৫) বলেন, স্টেশনের একমাত্র বিশ্রামাগারটি নোংরা ও তালা ঝোলানো থাকে। ভিতরে বসার ব্যবস্থা থাকলে যাত্রীরা এদিকে ওদিকে ঘোরাঘুরি করত না। অবহেলিত হয়ে আছে স্টেশনের এ বিশ্রামাগারটি।

ঢাকাগামী ব্যাংকার আশিক সাহা (৩৪) বলেন, অনেক সময় ট্রেন আসতে দেরি হয়, তখন আমাদের ভোগান্তিতে পড়তে হয়। পরিবার নিয়ে যে বসবো অথবা পরিবারের কারো টয়লেট করার প্রয়োজন হলে তখন উপায় থাকে না। কর্তৃপক্ষের কাছে এখানে ভালো পরিবেশ সৃষ্টি করার দাবি জানাচ্ছি।

জামতৈল রেলওয়ে স্টেশনের মাস্টার আবু হান্নান জানান, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে জামতৈল স্টেশনের বিশ্রামাগারটি ব্যবহারের উপযোগী করতে রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। কিন্তু তিন বছর অতিক্রম হলেও বিশ্রামাগারটি সংস্কারে উদ্যোগ নেওয়া হয়নি। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

বিষয়টি নিয়ে পশ্চিমাঞ্চলের রেলবিভাগীয় নির্বাহী প্রকৌশলী বীরবল মন্ডল বলেন, জামতৈল রেলস্টেশনের বিশ্রামাগারটি নিয়ে আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি। আগামী জানুয়ারি মাসের মধ্যে আপনাদের এটা ঠিক করে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

জানুয়ারি থেকে সচিবালয় সম্পূর্ণরূপে একবার ব্যবহার্য প্লাস্টিকমুক্ত হবে : পরিবেশ উপদেষ্টা

মোবাইলে যেভাবে দেখবেন আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ

মুখের ব্রণ চেপে ফাটাচ্ছেন? হতে পারে যে ভয়াবহ রোগ

ওয়াশিংটন পোস্টের জরিপ / গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের সমালোচনায় অধিকাংশ মার্কিন ইহুদি

স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম, ধানক্ষেতে পড়ে ছিল যুবকের নিথর দেহ

এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু করল এনসিটিবি

ভাইকে বাঁচাতে ঝাঁপ দেয় বোন, ভেসে উঠল দুজনের নিথর দেহ

ইলিশ রক্ষায় অভিযান, প্রথমদিনেই ২২০ টন জব্দ

কখন এবং কতটা শক্তিতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘শক্তি’?

১০

কুমিল্লায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

১১

মতবিনিময় সভায় বক্তারা / মহাসড়কে নিরাপত্তা ও অপরাধ দমনে জনগণের সহযোগিতা অপরিহার্য

১২

৩ বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

১৩

নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপন

১৪

কারখানায় কাজ বন্ধ, মহাসড়কে কর্মকর্তা ও কর্মচারীদের বিক্ষোভ

১৫

বিশ্বকাপের ম্যাচেও হাত মেলাননি ভারত ও পাকিস্তান অধিনায়ক

১৬

আ.লীগের সাবেক এমপি মোজাম্মেল হক গ্রেপ্তার

১৭

স্ত্রীকে হত্যা করে লাশ গুম, স্বামীর মৃত্যুদণ্ড

১৮

এমপিওভুক্ত শিক্ষকদের সুখবর দিল অর্থ মন্ত্রণালয়

১৯

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

২০
X