কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৩১ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নোংরা ও জরাজীর্ণ বিশ্রামাগার, তিন বছরেও খোলেনি তালা

সিরাজগঞ্জের জামতৈল রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগারে তালা ঝুলছে। ছবি : কালবেলা
সিরাজগঞ্জের জামতৈল রেলস্টেশনের যাত্রী বিশ্রামাগারে তালা ঝুলছে। ছবি : কালবেলা

প্রকৃতির ডাকে সাড়া দেওয়াতে অনেকক্ষণ ধরে ট্রেনের জন্য অপেক্ষায় একজন ট্রেনযাত্রী তার সাত বছরের বাচ্চাকে নিয়ে এদিক ওদিক ছুটছে। অবশেষে দ্বিতীয় শ্রেণির জন্য স্টেশনের একমাত্র বিশ্রামাগারের কাছে এসে দেখেন, তালা ঝোলানো। পাশের লোককে তালার বিষয়ে জিজ্ঞাসা করতেই তিনি বলে দিলেন, ভিতরে নোংরা আর অপরিষ্কার। পাশে থাকা আরেকজন বললেন, তিন বছর ধরে এখানে তালা ঝুলতে দেখছেন তিনি।

গত তিন বছর ধরে তালাবদ্ধ হয়ে পড়ে আছে সিরাজগঞ্জের কামারখন্দে ব্রিটিশ আমলে নির্মিত জামতৈল রেলস্টেশনের একমাত্র দ্বিতীয় শ্রেণির বিশ্রামাগারটি। বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেও মিলছে না সুফল। যাত্রীদের বসার অনুপযোগী, ভিতরে নোংরা, দুর্গন্ধ অবস্থায় পড়ে আছে বিশ্রামাগারটি। অধিকাংশ সময় তালাবদ্ধ থাকে এ কক্ষটিতে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ট্রেনের জন্য অপেক্ষায় থাকা ট্রেনযাত্রীদের। অনেক ট্রেনযাত্রী বিশ্রামাগারটিতে বিশ্রাম নিতে ও টয়লেট করতে না পেরে অবশেষে স্টেশনের আশপাশে খোলা জায়গায় তা সেরে থাকেন। এতে করে পরিবেশ দূষিত হচ্ছে নিয়মিত।

সোমবার (১৮ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, উপজেলার প্রাণকেন্দ্র জামতৈল রেলস্টেশনের দ্বিতীয় শ্রেণির বিশ্রামাগারটি তালাবদ্ধ। টিকেট কাটার পর স্টেশনের বিশ্রামাগারটিতে বিশ্রামের পরিবেশ না থাকায় আশপাশে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। আবার দীর্ঘক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করার পর অনেকেই টয়লেট সারতে খোঁজ করেন গণশৌচাগারের। কিন্তু স্টেশনের বিশ্রামাগারটি তালাবদ্ধ থাকায় ও আশপাশে কোনো গণশৌচাগার না থাকায় চরম ভোগান্তীতে পড়েন যাত্রীরা।

ঢাকাগামী ট্রেন যাত্রী নাজমা আক্তার (৪৫) বলেন, স্টেশনের একমাত্র বিশ্রামাগারটি নোংরা ও তালা ঝোলানো থাকে। ভিতরে বসার ব্যবস্থা থাকলে যাত্রীরা এদিকে ওদিকে ঘোরাঘুরি করত না। অবহেলিত হয়ে আছে স্টেশনের এ বিশ্রামাগারটি।

ঢাকাগামী ব্যাংকার আশিক সাহা (৩৪) বলেন, অনেক সময় ট্রেন আসতে দেরি হয়, তখন আমাদের ভোগান্তিতে পড়তে হয়। পরিবার নিয়ে যে বসবো অথবা পরিবারের কারো টয়লেট করার প্রয়োজন হলে তখন উপায় থাকে না। কর্তৃপক্ষের কাছে এখানে ভালো পরিবেশ সৃষ্টি করার দাবি জানাচ্ছি।

জামতৈল রেলওয়ে স্টেশনের মাস্টার আবু হান্নান জানান, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে জামতৈল স্টেশনের বিশ্রামাগারটি ব্যবহারের উপযোগী করতে রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। কিন্তু তিন বছর অতিক্রম হলেও বিশ্রামাগারটি সংস্কারে উদ্যোগ নেওয়া হয়নি। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

বিষয়টি নিয়ে পশ্চিমাঞ্চলের রেলবিভাগীয় নির্বাহী প্রকৌশলী বীরবল মন্ডল বলেন, জামতৈল রেলস্টেশনের বিশ্রামাগারটি নিয়ে আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি। আগামী জানুয়ারি মাসের মধ্যে আপনাদের এটা ঠিক করে দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া কর্মের জন্য অমর হয়ে থাকবেন : দুলু

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা

জীবন বদলে দিতে পারে এমন ৫ অভ্যাস

সাতসকালে বোমা বিস্ফোরণ, প্রাণ গেল একজনের

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

রাজশাহীর ৬ আসনে হলফনামা / ‘ধার ও দানের’ টাকায় নির্বাচন করবেন ৮ প্রার্থী

মানসিক সক্ষমতা ধরে রাখার ৪ কার্যকর অভ্যাস

রাজধানীতে আজ কোথায় কী

আবারও বিশ্বসেরা আফগানিস্তানের জাফরান

আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

১০

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

১১

শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩

আকিজ গ্রুপে বড় নিয়োগ

১৪

বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ

১৫

৮ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৬

মুরাদনগরে ঝাড়ু মিছিল

১৭

নওগাঁয় বিএনপি প্রার্থীকে শোকজ

১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হলের নাম পরিবর্তন

১৯

সাবেক ছাত্রদল নেতার ওপর দফায় দফায় হামলার অভিযোগ

২০
X