বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল সফলে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের হাঁট চাদনী এলাকা থেকে মিছিল বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নলডাঙ্গা ভ্যান স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয় মিছিলটি।
গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল টিটো, মনজুরুল হক খোকা, মোহাম্মদ আলী, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদ হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফিরোজ কবির, তাঁতী দলের আহ্বায়ক আজিজুল ইসলাম বাটুল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মকসুদুল মোমিন, ছাত্রদলের উপজেলা সদস্য সচিব মৌসম উদ্দিন শোভন, পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা, সদস্য সচিব তরিকুল ইসলাম, মাহতাব উদ্দিন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন হোসেনসহ অন্যরা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ৭ জানুয়ারির নির্বাচন দেশের মানুষ মেনে নেয়নি। এই ডামি নির্বাচন দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের জনগণ স্বচ্ছ নির্বাচন দেখতে চায়। ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়।
মন্তব্য করুন