চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ফরিদগঞ্জে নৌকার প্রার্থী শফিকুর রহমানকে অর্ধলক্ষাধিক জনতার অভ্যর্থনা

চাঁদপুরের ফরিদগঞ্জে নৌকার প্রার্থী শফিকুর রহমানকে অর্ধলক্ষাধিক জনতার অভ্যর্থনা। ছবি : কালবেলা
চাঁদপুরের ফরিদগঞ্জে নৌকার প্রার্থী শফিকুর রহমানকে অর্ধলক্ষাধিক জনতার অভ্যর্থনা। ছবি : কালবেলা

প্রতীক পাওয়ার পর থেকেই সারা দেশে শুরু হয়েছে প্রার্থীদের উৎসবমুখর প্রচার। সারা দেশের মতো চাঁদপুরেও চলছে নির্বাচনী উৎসব। সোমবার (১৮ ডিসেম্বর) প্রচারের প্রথম দিনেই প্রতীক নিয়ে নামেন অনেকে।

সংসদীয় আসন চাঁদপুর-৪ ফরিদগঞ্জে গিয়ে দেখা যায়, নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানকে অভ্যর্থনা জানাচ্ছেন অর্ধলক্ষাধিক জনতা। ওই আসন থেকে পুনরায় নৌকা প্রতীকের প্রার্থী হতে পেরে স্থানীয়দের প্রতি খোলা জিপগাড়ি থেকে হাত নেড়ে কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

এর আগে ২০১৮ সালে বিগত একাদশ সংসদ নির্বাচনেও তিনি ফরিদগঞ্জ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন। সেই নির্বাচনে সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান বিপুল ভোটে বিজয়ী হয়ে দায়িত্ব পালন করছেন।

চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার থেকে গতকাল নৌকা প্রতীক নিয়ে তিনি নির্বাচনী এলাকা ফরিদগঞ্জে যান। সেখানে পৌঁছার আগে পথিমধ্যে তাকে ঘিরে উৎসুক জনতার উপস্থিতি এক আনন্দ শোভাযাত্রায় পরিণত হয়। মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের নেতাকর্মীসহ অর্ধলক্ষাধিক জনতা এতে অংশ নেন। উৎসব আনন্দে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করেন তারা।

পরে আনন্দ শোভাযাত্রাটি ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড, উপজেলা চত্বরসহ বিভিন্ন রোড ঘুরে তার বাসভবনে গিয়ে শেষ হয়।

জনতার উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন, ‘আজকে আমি পূর্ববর্তী যারা আওয়ামী লীগের রাজনীতিতে নিজেকে উৎসর্গ করেছে তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আজকের এ শোভাযাত্রায় আপনাদের উপস্থিতি ও ভালোবাসা আমাকে আরও অনুপ্রাণিত করল। নৌকার পক্ষে আমাকে বরণ করে নেওয়া মূলত নৌকাকে বরণ করে নেওয়া এবং প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করা। ফরিদগঞ্জবাসী যে নৌকা তথা আওয়ামী লীগকে শতভাগ ভালোবাসে আজকে আপনাদের উপস্থিতিই তার প্রমাণ বহন করে। আমি প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখব।’

মুহম্মদ শফিকুর রহমান আরও বলেন, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব প্রাপ্তির পর প্রধানমন্ত্রীর বরাদ্দ দিয়ে ফরিদগঞ্জ উপজেলাটিকে পুরো বাংলাদেশের মধ্যে ১ নাম্বার মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চেয়েছি। কিন্তু সেই ইচ্ছে পূরণে প্রতিবন্ধকতা তৈরি করেছিল মহামারি করোনা।

তিনি বলেন, গত পাঁচ বছরের মধ্যে দুই বছর করোনা থাকায় তা পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তারপরও মাত্র তিন বছরে প্রধানমন্ত্রীর অনুদানে ফরিদগঞ্জে যা উন্নয়ন হয়েছে তা গত ৫০ বছরের ইতিহাসে নজির স্থাপন করেছে। আমরা মাত্র ৩ বছরে ফরিদগঞ্জের উন্নয়ন কাজ ৭০ শতাংশ সম্পন্ন করতে সক্ষম হয়েছি।

আগামী ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে তিনি এবারও নৌকা প্রতীকে নির্বাচন করছেন। এ আসনের বাসিন্দাদের কাছে পুনরায় ভোট প্রার্থনা করেন। একই সঙ্গে নির্বাচিত হতে পারলে অবশিষ্ট থাকা ৩০ শতাংশ কাজ পূর্ণ করে ফরিদগঞ্জকে দেশের ১ নাম্বার মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর গণহত্যার বিচারে আলাদা কমিশন গঠনের দাবি

‘১৭ বছরে ব্যবসা ছেড়ে ভারতে গেছেন অনেক স্বর্ণ ব্যবসায়ী’ 

ইতিহাস-ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ গোপালগঞ্জ : নুরুল হক 

ঐকমত্য কমিশনে মতামত দিয়েছে ২৩ দল

আন্ডারটেকার ও মাইক টাইসন আসছেন ‘বিগ বস ১৯’-এ!

চিলিতে ৭.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাবেক প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে গ্রেপ্তার

রাতে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

সাফে ভারতের কাছে বাংলাদেশের হার

১০

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৮০

১১

চীন সফরে নাহিদের সঙ্গে যাচ্ছেন যারা

১২

ব্যালট বাক্সের হিসাব চেয়ে মাঠ কর্মকর্তাদের ইসির নির্দেশ

১৩

এক দশক পর কারামুক্ত ব্লগার ফারাবী

১৪

১০ মাসেও মেলেনি মোস্তাফিজ হত্যার রহস্য, থামছে না মায়ের কান্না

১৫

নিজের যেসব বদঅভ্যাসে লিভারের ক্ষতি করছেন না জেনেই

১৬

জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে এনসিপি

১৭

‘দুর্ভিক্ষ’ শুরু হয়েছে গাজায়, হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

১৮

তারেক রহমানের নেতৃত্বে নতুন দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি : এ্যানি

১৯

৯ আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত, সরকারের ব্যয় হবে কত

২০
X