রাজশাহীর দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নে নৌকার সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের মাঝে প্রচার অফিস ও পোস্টার লাগানো নিয়ে সংঘর্ষের ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী-৫ (দুর্গাপুর, পুঠিয়া) আসনে নৌকার মনোনীত প্রার্থী কাজী আব্দুল ওয়াদুদ দারা ও স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমানের সমর্থকদের মাঝে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে মাড়িয়া ইউপির দপাড়া এলাকায় প্রচার অফিস ও পোস্টার টানানো নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে স্বতন্ত্র ঈগল পাখির সমর্থক আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং উভয় পক্ষকে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার চালাতে বলেন। এ ঘটনা নিয়ে রাতেই দুর্গাপুর থানায় মামলা দায়ের হলে, ঘটনার সঙ্গে জড়িত নৌকা প্রার্থীর সমর্থক সাখাওয়াত হোসেন, জাহিদ হাসান ও রাসেলকে আটক করে পুলিশ। বাকি আসামিরা পলাতক রয়েছে।
সাধারণ ভোটাররা বলছে, নির্বাচনের শুরুতেই এমন সংঘর্ষের সূত্রপাত প্রতিবছরই ঘটে থাকে। পুলিশ শতভাগ স্বচ্ছতা নিরপেক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে বর্তমানে ভোটের মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। এমন পরিবেশ থাকলে নির্বিঘ্নে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, নির্বাচন আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি খায়রুল ইসলাম জানান, গত রাতের মারামারির ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। প্রধান আসামিসহ এজাহার নামীয় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিধি মোতাবেক এই মামলার আসামি হিসেবে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন