সিরাজগঞ্জের শাহজাদপুরে হাসপাতালে চিকিৎসা করে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় রোকেয়া বেগম (৪৫) নামের এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) শাহজাদপুর-পোতাজিয়া আঞ্চলিক সড়কের মাদলা বেইলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া শাহজাদপুর পৌর শহরের খঞ্জনদিয়ার মহল্লার মো. আব্দুল মতিনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোকেয়া শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গিয়েছিলেন রোকেয়া । সেখান থেকে ওষুধ নিয়ে অটোভ্যানযোগে বাড়ি ফিরছিলেন তিনি। মাদলা বেইলী সেতুর কাছে এলে একটি ধানবোঝাই ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে রোকেয়া ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা ট্রাকটিকে আটক করে।
শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন