গাজীপুরের কালিয়াকৈরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর হাতে নৌকা প্রার্থীর কর্মী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে গাজীপুর-১ আসন কালিয়াকৈর উপজেলার টান বড়ইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, এদিন দুপুরে গাজীপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক প্রার্থী আলহাজ্ব অ্যাডভোকেট আ. ক. ম মোজাম্মেল হক এমপির কয়েকজন সমর্থক ও কর্মী কালিয়াকৈর উপজেলার টানবড়ইবাড়ী এলাকায় পোস্টার লাগিয়ে প্রচারণা করতে যান। এ সময় ওই এলাকার নৌকার কর্মী শান্ত রাজবংশী তার নিজ দোকানের পাশে নৌকার পোস্টার লাগাতে বললে পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক মার্কার কর্মী ও চাপাইর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য আব্দুর রউফ খান ক্ষুব্ধ হয়ে শান্ত নামে ওই কর্মীকে এলোপাতাড়ি মারধর করে। এ ঘটনায় ভুক্তভোগী শান্ত ও তার পরিবার আতঙ্কিত হয়ে পড়েন।
শান্ত রাজবংশী জানান, আমি মনে প্রাণে নৌকা দল করি। তাই পোস্টার লাগাতে বলেছিলাম। এজন্যেই আমাকে মারধর করা হয়েছে।
এদিকে খবর পেয়ে চাপাইর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজীব আল রাজি ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়ে দলীয় নেতাদের খবর দেন। পরবর্তীতে তিনি এ বিষয়ে ভুক্তভোগীর স্বীকারোক্তিমূলক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন।
তবে মারধরের ঘটনা অস্বীকার করে অভিযুক্ত ইউপি সদস্য আব্দুর রউফ খান বলেন, আমি মারধর করিনি। কিছু যুবক তাকে মারধর করছিল। আমি গিয়ে থামিয়েছি।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী জানান, এ বিষয়টি আমি সাংবাদিকদের মাধ্যমে জানতে পারলাম। লিখিত কোনো অভিযোগ পাইনি। যদি অভিযোগ হয় তাহলে এ ব্যাপারে মামলা হবে।
মন্তব্য করুন