সাইদুল ইসলাম (মহেশখালী থেকে ফিরে) চট্টগ্রাম
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০৯:৫৩ পিএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

পাইপলাইনে তেল খালাসের যুগে বাংলাদেশ

গভীর সাগর থেকে তেল খালাস কার্যক্রম চলছে। ছবি : কালবেলা
গভীর সাগর থেকে তেল খালাস কার্যক্রম চলছে। ছবি : কালবেলা

সাগরের তলদেশে এই প্রথম পাইপলাইনের মাধ্যমে তেলবাহী ট্যাংকার থেকে জ্বালানি তেল খালাস শুরু হয়েছে। এর মাধ্যমে ইতিহাস সৃষ্টি হলো বিপিসির তেল সরবরাহ ব্যবস্থাপনায়। সৌদি আরব থেকে ৮২ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে আসা ‘এমটি হোরাই’ ট্যাংকার থেকে রোববার (২ জুলাই) সন্ধ্যা থেকে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হয়েছে। এর আগে বিকেল ৪টায় বঙ্গোপসাগরের বহিঃনোঙ্গরে স্থাপিত সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ের সঙ্গে জাহাজটির পাইপলাইনের সংযোগ স্থাপন করা হয়।

জানা গেছে, জাহাজটি (ট্যাংকার) বঙ্গোপসাগরে সিঙ্গেল পয়েন্ট মুরিংয়ে (ভাসমান জেটি) নোঙর করে, সেখান থেকে সাগরের তলদেশ দিয়ে ১১৬ কিলোমিটার লম্বা পাইপলাইনের মাধ্যমে মহেশখালী ও আনোয়ারা হয়ে চট্টগ্রামের পতেঙ্গায় জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে নেওয়া হবে এ তেল। বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে ৭ হাজার ১২৫ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন করছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। তা ছাড়া ১২ দিন আগে জাহাজটি নোঙ্গর করলেও বৈরী আবহাওয়ার কারণে এসব তেল খালাস করা সম্ভব হয়নি।

কর্ণফুলী নদীতে তেল খালাসের বিশেষায়িত জেটিতে বড় ট্যাংকার ভিড়তে না পারায় জ্বালানি তেল নিয়ে আসা বড় ট্যাংকারগুলো সনাতন পদ্ধতিতে প্রথমে সাগরে নোঙর করে রাখা হতো। এরপর ছোট ট্যাংকারের মাধ্যমে তেল স্থানান্তর করে জেটিতে এনে পাইপের মাধ্যমে তেল খালাস করা হতো। এতে এক লাখ টন তেলবাহী একটি ট্যাংকার থেকে তেল খালাসে ১০ দিন বা তারও বেশি সময় লাগত। এতে তেল খালাসে খরচ ও সময় বেশি লাগায় ২০১৫ সালে ‘সিঙ্গেল পয়েন্ট মুরিং’ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। নতুন প্রকল্পের আওতায় পাইপলাইনের মাধ্যমে মাত্র ৪৮ ঘণ্টায় প্রায় এক লাখ টন জ্বালানি তেল খালাস সম্ভব হবে। জ্বালানি তেল খালাসের জন্য ভাসমান জেটিতে ট্যাংকার ভিড়ানো, টাগবোটসহ যাবতীয় সহায়তা দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল কালবেলাকে বলেন, প্রকল্পটির আওতায় ১১৬ কিলোমিটার লম্বা দুটি সমান্তরাল পাইপলাইন বসানো হয়েছে। একটি পাইপলাইন দিয়ে অপরিশোধিত জ্বালানি তেল খালাস শুরু করা হলো আজ। অন্য পাইপলাইন দিয়ে শিগগিরই পরিশোধিত ডিজেল খালাস শুরু হবে। এর মাধ্যমে ৮২ হাজার টনের বিশাল এ তেলের চালান মাত্র দুই দিনেই খালাশ করা সম্ভব। যা আগে লাইটারেজ জাহাজের মাধ্যসে খালাস করকে সময় লাগত ১২-১৪ দিন। এতে বছরে প্রায় ৮শ থেকে হাজার কোটি টাকা সাশ্রয় হবে।

স্মার্ট বাংলাদেশে, স্মার্ট প্রযুক্তিতে দেশের অর্থনীতিতেও বিশাল সফলতা আসবে বলেও জানান তিনি।

বন্দর সূত্রে আরও জানা গেছে, মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নে উপকূল থেকে ছয় কিলোমিটার পশ্চিমে বঙ্গোপসাগরে ভাসমান জেটি বা সিঙ্গেল পয়েন্ট মুরিং স্থাপন করা হয়েছে। এই ভাসমান জেটি থেকে ৩৬ ইঞ্চি ব্যসের দুটি আলাদা পাইপলাইনের মাধ্যমে জাহাজ থেকে প্রথমে তেল নিয়ে আসা হবে কালারমারছড়ায় পাম্প স্টেশন ও ট্যাঙ্ক ফার্মে। সেখানে দুই লাখ টন ধারণক্ষমতার ছয়টি ট্যাংক রয়েছে। সেখান থেকে ৭৪ কিলোমিটার লম্বা পাইপলাইনের মাধ্যমে তেল আনা হবে আনোয়ারার সমুদ্র উপকূলে। সেখান থেকে ৩৮ কিলোমিটার পাইপলাইন পাড়ি দিয়ে তেল নেওয়া হবে পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুনাফা ইসলামিক ডিজিটাল ব্যাংক পিএলসি প্রতিষ্ঠার লক্ষ্যে আকিজ রিসোর্সের আবেদন

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের সময় জানাল ইসি

গাজার নিরাপত্তা নিশ্চিতে বসছে ৬ মুসলিম দেশ

তীব্র কষ্টের সময় নিজের মৃত্যু কামনা করা কি জায়েজ?

সোহান-শরিফুলের চোট কতটা গুরুতর, যা জানা গেল

দেশে ভোটার বেড়ে দাঁড়াল ১২ কোটি ৭৬ লাখ

প্রাইজবন্ডের ১২১তম ড্র অনুষ্ঠিত, যেসব নম্বর পেল পুরস্কার 

ক্যানসার নিয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

হঠাৎ হাসপাতালে কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র

মোবাইলে ব্যস্ত মা, লিফটে আটকে গেল শিশুর হাত

১০

‘শাপলা কলি’ চাওয়ার ব্যাখ্যা দিলেন নাসীরুদ্দীন

১১

তিন লাখ টাকার গাঁজা নিয়ে র‌্যাবের জালে যুবক

১২

সীমান্তে ঢুকে স্থাপনা ভাঙচুর, স্থানীয়দের ধাওয়া খেয়ে পিছু হটল বিএসএফ

১৩

‘প্রেসিডেন্ট চুপ্পুর আদেশ হবে গণঅভ্যুত্থানের কফিনে শেষ পেরেক’

১৪

বিডিঅ্যাপস ডেভেলপারদের অর্থায়নে রবি ও ব্র্যাক ব্যাংকের এমওইউ

১৫

‘পেড্ডি’ তে রাম চরণের বিপরীতে জাহ্নবী

১৬

বদলে গেল পরিকল্পনা, আইপিএল নিয়ে বড় সিদ্ধান্ত কর্তৃপক্ষের

১৭

ভোলা সদর উপজেলা বিএনপির সব কমিটি স্থগিত

১৮

বাড্ডায় বদ্ধ রুমে পড়ে ছিল নারী-পুরুষের অর্ধগলিত লাশ

১৯

‘ছাত্র সমাজ হেলমেট বাহিনীর মতো রাজনীতি পছন্দ করে না’

২০
X