চট্টগ্রামের মিরসরাইয়ে বিরল প্রজাতীর একটি ঈগল পাখিকে উদ্ধার করা হয়েছে। উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী ৬ নম্বর ওয়ার্ডের ভূঁইয়াপাড়া গ্রামে পাখিটি দেখা যায়। শুক্রবার (২২ ডিসেম্বর) ঈগলটি মুক্ত আকাশে অবমুক্ত করা হয়।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে পাখিটি উড়ে এসে একটি পুকুরের জালে আটকা পড়লে গ্রামের লোকজন পাখিটি উদ্ধার করেন। ঈগলটির ডানায় ও পায়ে ক্ষতের চিহ্ন রয়েছে।
মায়ানী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন কালবেলাকে বলেন, বৃহস্পতিবার বিকেলে পুকুরে বসানো জালের উপর আটকা পড়ে বিরল প্রজাতীর ঈগল পাখিটি। সেখান থেকে উদ্ধার করে এলাকার লোকজন পাখিটির ক্ষতস্থানে ভায়োডিন এবং নাপা ওষুধ খাওয়ায়। শুক্রবার সকালে শরীরের অবস্থা কিছুটা ভালো দেখে তাকে আকাশে অবমুক্ত করা হয়। ধারণা করা হচ্ছে, পাখিটি জালের সাথে আটকা পড়ে আঘাত পেয়েছে।
স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শামসুদ্দোহা কালবেলাকে বলেন, আমি অনলাইনে দেখেছি একটি বিরল প্রজাতির ঈগল পাখি ধরা পড়েছে। পাখিটির শরীরের কয়েকটি স্থানে ক্ষত চিহ্ন রয়েছে। আজ সকালে আমবারবার দোকান এলাকায় মুক্ত আকাশে পাখিটি অবমুক্ত করা হয়েছে।
এ বিষয়ে মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ জানান, মায়ানী এলাকায় ঈগল ধরা পড়ার বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখছি।
মন্তব্য করুন