ব্রাহ্মণপাড়া (কুমিল্লা ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

প্রার্থীদের প্রচারে সরগরম কুমিল্লা-৫

কুমিল্লা-৫ আসনের নির্বাচনী এলাকায় প্রচার চালাচ্ছেন এমপি প্রার্থী ও তাদের সমর্থকরা। ছবি : কালবেলা
কুমিল্লা-৫ আসনের নির্বাচনী এলাকায় প্রচার চালাচ্ছেন এমপি প্রার্থী ও তাদের সমর্থকরা। ছবি : কালবেলা

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নির্বাচনী এলাকা প্রার্থী ও প্রার্থীর সমর্থকদের প্রচারে সরগরম হয়ে উঠেছে। এতে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটের মাঠে এবার নৌকাসহ দলীয় অন্যান্য প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের বরাদ্দ পাওয়া ফুলকপি, ঈগল, ট্রাক ও কেটলি এসব প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন ৯ প্রার্থী ও তাদের সমর্থকরা। নির্বাচন কমিশনের তথ্যমতে টানা ১৯ দিনজুড়ে চলবে এ প্রচার। গত ১৮ ডিসেম্বর প্রতীক পাওয়ার পর শুরু হওয়া নির্বাচনী প্রচার চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।

এদিকে নির্বাচনী প্রচারের বিষয়ে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, অর্থ, অস্ত্র, পেশিশক্তি, স্থানীয় প্রভাব বা সরকারি ক্ষমতার দ্বারা নির্বাচন প্রভাবিত করা যাবে না। নির্বাচনী জনসভা, মিছিলের দিন সময় ও স্থান সম্পর্কে পূর্বে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন স্থানে বা সড়কে পুলিশ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে জনসভা বা প্রচার করা যাবে না। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিলের ওপর অন্য কোনো প্রার্থীর পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল ইত্যাদি লাগানো যাবে না। সরকারি ডাকবাংলো, গেস্ট হাউস, সার্কিট হাউস বা কোনো সরকারি কার্যালয় নির্বাচনী প্রচারের স্থান হিসেবে ব্যবহার করা যাবে না।

সরেজমিনে দেখা গেছে, উঠান বৈঠক, মতবিনিময় সভা ও গণসংযোগ করছেন প্রার্থী ও প্রার্থীর সমর্থকরা। পোস্টার টাঙিয়ে প্রার্থীরা তাদের সক্রিয়তার জানান দিচ্ছেন। প্রার্থী ও প্রার্থীর পক্ষে ভোটার মহলে চলছে নানা প্রচারণা। ভোটযুদ্ধে বিজয়ী হতে পৃথক কৌশল অবলম্বন করছেন প্রার্থীরা। চায়ের দোকানগুলো ভোটার ও প্রার্থীর সমর্থকদের পদচারণায় মুখরিত। প্রার্থীদের নির্বাচনী ইশতেহার তুলে ধরছেন ভোটার মহলে। আসন্ন নির্বাচন নিয়ে ভোটার মহলেও চলছে নানা গুঞ্জন। এতে ওই নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনে ভোটের মাঠে লড়ছেন ৯ প্রার্থী। এরা হলেন নৌকা প্রতীক নিয়ে এই আসনের বর্তমান সাংসদ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাসেম খান, কাঁচি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরী, ফুলকপি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, কেটলি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও সদ্য পদত্যাগী ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহের, ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা, কেন্দ্রীয় বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি, লাঙল প্রতীকে জাতীয় পার্টি মনোনীত ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, একতারা প্রতীক নিয়ে বাংলাদেশ সুপ্রিম পার্টির নির্বাহী মহাসচিব বাকী বিল্লাহ আল আযহারী ও উদীয়মান সূর্য প্রতীক নিয়ে গণফোরাম মনোনীত প্রার্থী আলীমূল এহসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

 চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

নওগাঁয় জনসভার মঞ্চে তারেক রহমান

কালকিনি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি ঘোষণা

মৃধা আলাউদ্দিন / কবিতায় জেগে ওঠা নতুন চর...

মাকে লাঞ্ছনার অভিযোগ তোলে যা বললেন আমির হামজা

নেতারা কেন মন্ত্রণালয় ছাড়েননি, ব্যাখ্যা দিলেন জামায়াত আমির

নিপীড়িত ও দুর্বলের জন্য ইসলাম একটি পরীক্ষিত শাসনব্যবস্থা : চরমোনাই পীর

বাউল গানে লন্ডন মাতালেন শারমিন দিপু

‘হ্যাঁ’ ‘না’ ভোটের প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা : ইসি

নিজের বহিষ্কারের খবরে ইউপি চেয়ারম্যানের মিষ্টি বিতরণ

১০

গুনে গুনে ৮ বার ফোন, জয় শাহকে পাত্তাই দিলেন না পিসিবি চেয়ারম্যান!

১১

জীবন কানাই দাশের মায়ের মৃত্যু

১২

বাংলাদেশ খেলাফত মজলিসের এক প্রার্থীকে বহিষ্কার

১৩

গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে : সালাহউদ্দিন আহমদ

১৪

পদত্যাগের খবর, যা বললেন গভর্নর

১৫

তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা

১৬

থাইল্যান্ডে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২

১৭

ইসলামের পক্ষে একমাত্র হাতপাখাই ভরসা : চরমোনাই পীর

১৮

বেপর্দা নারীদের সঙ্গে সেলফি তোলেন জামায়াত আমির : চরমোনাই পীর

১৯

বিশ্বকাপ ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙল শ্রীলঙ্কা

২০
X