ব্রাহ্মণপাড়া (কুমিল্লা ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

প্রার্থীদের প্রচারে সরগরম কুমিল্লা-৫

কুমিল্লা-৫ আসনের নির্বাচনী এলাকায় প্রচার চালাচ্ছেন এমপি প্রার্থী ও তাদের সমর্থকরা। ছবি : কালবেলা
কুমিল্লা-৫ আসনের নির্বাচনী এলাকায় প্রচার চালাচ্ছেন এমপি প্রার্থী ও তাদের সমর্থকরা। ছবি : কালবেলা

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নির্বাচনী এলাকা প্রার্থী ও প্রার্থীর সমর্থকদের প্রচারে সরগরম হয়ে উঠেছে। এতে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটের মাঠে এবার নৌকাসহ দলীয় অন্যান্য প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের বরাদ্দ পাওয়া ফুলকপি, ঈগল, ট্রাক ও কেটলি এসব প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন ৯ প্রার্থী ও তাদের সমর্থকরা। নির্বাচন কমিশনের তথ্যমতে টানা ১৯ দিনজুড়ে চলবে এ প্রচার। গত ১৮ ডিসেম্বর প্রতীক পাওয়ার পর শুরু হওয়া নির্বাচনী প্রচার চলবে আগামী ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।

এদিকে নির্বাচনী প্রচারের বিষয়ে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, অর্থ, অস্ত্র, পেশিশক্তি, স্থানীয় প্রভাব বা সরকারি ক্ষমতার দ্বারা নির্বাচন প্রভাবিত করা যাবে না। নির্বাচনী জনসভা, মিছিলের দিন সময় ও স্থান সম্পর্কে পূর্বে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে এমন স্থানে বা সড়কে পুলিশ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে জনসভা বা প্রচার করা যাবে না। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিলের ওপর অন্য কোনো প্রার্থীর পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল ইত্যাদি লাগানো যাবে না। সরকারি ডাকবাংলো, গেস্ট হাউস, সার্কিট হাউস বা কোনো সরকারি কার্যালয় নির্বাচনী প্রচারের স্থান হিসেবে ব্যবহার করা যাবে না।

সরেজমিনে দেখা গেছে, উঠান বৈঠক, মতবিনিময় সভা ও গণসংযোগ করছেন প্রার্থী ও প্রার্থীর সমর্থকরা। পোস্টার টাঙিয়ে প্রার্থীরা তাদের সক্রিয়তার জানান দিচ্ছেন। প্রার্থী ও প্রার্থীর পক্ষে ভোটার মহলে চলছে নানা প্রচারণা। ভোটযুদ্ধে বিজয়ী হতে পৃথক কৌশল অবলম্বন করছেন প্রার্থীরা। চায়ের দোকানগুলো ভোটার ও প্রার্থীর সমর্থকদের পদচারণায় মুখরিত। প্রার্থীদের নির্বাচনী ইশতেহার তুলে ধরছেন ভোটার মহলে। আসন্ন নির্বাচন নিয়ে ভোটার মহলেও চলছে নানা গুঞ্জন। এতে ওই নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনে ভোটের মাঠে লড়ছেন ৯ প্রার্থী। এরা হলেন নৌকা প্রতীক নিয়ে এই আসনের বর্তমান সাংসদ কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল হাসেম খান, কাঁচি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরী, ফুলকপি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, কেটলি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও সদ্য পদত্যাগী ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহের, ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা, কেন্দ্রীয় বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হাসান ভূইয়া রুমি, লাঙল প্রতীকে জাতীয় পার্টি মনোনীত ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, একতারা প্রতীক নিয়ে বাংলাদেশ সুপ্রিম পার্টির নির্বাহী মহাসচিব বাকী বিল্লাহ আল আযহারী ও উদীয়মান সূর্য প্রতীক নিয়ে গণফোরাম মনোনীত প্রার্থী আলীমূল এহসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি দিল ছাত্রদল

বনানীর সেলসিয়াস সিসা লাউঞ্জে পুলিশের অভিযান

অবশেষে মাদক সম্রাজ্ঞী আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার আটক

সর্বদলীয় বৈঠক শেষে ফেরার পথে জাগপা সভাপতিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা

নাটোরে ডা. আমিরুলকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি ড্যাবের

গাজীপুরের কমিশনারের দায়িত্ব থেকে সরানো হলো নাজমুল করিমকে

একাত্তরে ভুল করেছেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন : টুকু

দুই কিংবদন্তি অলরাউন্ডার সাকিব ও সিকান্দারকে ‘এক’ করলেন জুলফিকার!

বিএনপিকে এনসিপির শুভেচ্ছা / ‘আমরা তর্কবিতর্ক করব কিন্তু পারস্পরিক সৌহার্দ্য থাকবে’

১০

পুরো সেপ্টেম্বরের পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

১১

নদীতে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে হামলা, জেলের মৃত্যু

১২

ক্ষমা চাইলেন রিটকারীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থী

১৩

আহত চবি শিক্ষার্থীদের দেখতে চমেকে শাহজাহান চৌধুরী

১৪

জাঁকজমক আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

১৫

দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু

১৬

বাঁকখালী নদী উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু

১৭

আনাসসহ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএফইউজে-ডিইউজের নিন্দা 

১৮

ক্যানসারে আক্রান্ত সাংবাদিক মেহেদী বাঁচতে চান

১৯

বুকে রড ঢুকিয়ে যুবককে হত্যা

২০
X