দিনাজপুরের পার্বতীপুরে পৌর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় স্থানীয় বিএনপির ৬৪ জন কর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন।
শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে পৌর আওয়ামী লীগ আয়োজিত আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বতীপুর-ফুলবাড়ি নির্বাচনী এলাকার (দিনাজপুর-৫) বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জাতীয় সংসদ সদস্য পদ-প্রার্থী বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারের বিশাল নির্বাচনী জনসভায় এই ৬৪ জন বিএনপির কর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
পার্বতীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক অভির সঞ্চালনায় ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন সমাজের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হাফিজুল ইসলাম প্রামাণিক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. আমজাদ হোসেন।
নৌকা মার্কার এই জনসভায় দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, পার্বতীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাবুর নেতৃত্বে ৬৪ জন বিএনপির কর্মী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপিকে ভোটার আইডি কার্ডের ফটোকপি মোবাইল নম্বরসহ ফুলেল তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। এ সময় মোস্তাফিজুর রহমান ফিজার ৬৪ জন বিএনপির কর্মীকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপির কন্যা ফারহানা রহমান মুক্তা ও ফারজানা রহমান শিমলাসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
মন্তব্য করুন