বিএনপিও ক্ষমতায় ছিল, শাসন করেছে দেশ। সেই বিএনপি বলে আমরা নির্বাচনে আসব না। অন্যান্য রাষ্ট্রের কাছে গিয়ে নালিশ দেয়। বিদেশিদের কাছে নালিশ দিয়ে লাভ নেই। কারণ আমরা বিদেশিদের ভাত খাই না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, বিএনপি বলে আমরা না কি ভোট ডাকাতি করি। আপনারা বলেন তো, আমরা কি ভোট ডাকাতি করেছি? আওয়ামী লীগ ভোট ডাকাতি করে না। আমার কোনো ভাই-বন্ধু ভোট ডাকাতি করে না। আসলে বিএনপি অপবাদ দেয় কারণ তারা নির্বাচনের ভয় পায়। এখন বিএনপি বলে ভোট না কি হতে দেবে না, কী অন্যায় কথা। আপনি ভোটে আসবেন না ঠিক আছে কিন্তু আপনি আমাকে ভোট দিতে দেবেন না কোন অধিকারে। এখন বিএনপি বাস-ট্রাক-ট্রেনে আগুন দিয়ে নিরপরাধ মানুষকে মারছে।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জের শানিগঞ্জ উপজেলার বীরগাঁও বাজারের পাশের মাঠে পথসভায় এ কথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের সামাজিক স্থিতিশীলতা প্রয়োজন। যাতে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও কাজ করতে পারেন। শেখ হাসিনা প্রমাণ করেছেন কাজ করলে উন্নয়ন হয়। গ্রামের মানুষ, হাওরের মানুষের প্রকৃত বন্ধু শেখ হাসিনার সঙ্গে আমরা আছি। আমরা তাকে ভোট দিয়ে আগামীতেও ক্ষমতায় আনব।
তিনি বলেন, দেশের ৮ লাখ গৃহহীন ভূমিহীন পরিবারকে শেখ হাসিনা ঘর, বিদ্যুৎ, পানি, টয়লেট বানিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, কোনো মানুষ ঘরহীন থাকবে না।
মন্তব্য করুন