ফেনীতে ধানের শীষ এখন জনগণের দুই চোখের বিষ বলে মন্তব্য করেছেন ফেনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর সমর্থনে সোমবার (২৫ ডিসেম্বর) রাতে ফেনী পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের মধুপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিএনপির সন্ত্রাসীরা ফেনীকে লেবানন বানিয়ে ফেলেছিল। খুন, ছিনতাই, রাহাজানি, মানুষ হত্যা এগুলো ছিল ফেনীর নিত্যদিনকার ঘটনা। এখনো ট্রেনে পেট্রোল বোমা মেরে বিএনপির সন্ত্রাসীরা একজন নারী ও তার সন্তানকে পুড়িয়ে মেরেছে। তারা ধানের শীষ মার্কার লোক। তারা এভাবে মানুষ হত্যা, নারী ধর্ষণ, চলন্ত বাসে আগুন লাগিয়ে পুড়িয়ে মারে। তাদের হাত থেকে পশু পাখিও রক্ষা পাচ্ছে না।
তিনি প্রতিটি কেন্দ্রে নিজাম হাজারীকে ৬০-৭০ শতাংশ ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মাহবুবুল হকের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগ নেতা লিটন সাহার সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন পৌর আওয়ামী লীগ সভাপতি আয়নুল কবির শামীম।
সভায় বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র মঞ্জু রানী দেবী, সাবেক কাউন্সিলর আবু ইউসুফ ভূইয়া বাদল, পৌর আওয়ামী লীগ সদস্য এ মান্নান প্রমুখ। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন