সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

এমপির আস্থাভাজন সেই শ্রমিকলীগ নেতার বিরুদ্ধে মামলা

শ্রমিকলীগ নেতা মোতালেব সরকার (বামে), বিস্ফোরণে নিহত ফজলু শেখ (ডানে)। ছবি : সংগৃহীত
শ্রমিকলীগ নেতা মোতালেব সরকার (বামে), বিস্ফোরণে নিহত ফজলু শেখ (ডানে)। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে ফজলু শেখ (৪৫) নিহতের ঘটনায় অবশেষে এমপি আব্দুল মমিন মন্ডলের আস্থাভাজন শ্রমিক লীগ নেতা মোতালেব সরকারকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) রাতে নিহত ফজলু শেখের ভাই বিপুল রহমান বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় মোতালেব সরকার ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান। তিনি বলেন, সোমবার নিহতের ভাই, ছেলে, মেয়ের জামাই এসেছিলেন। নিহতের ভাই বিপুল রহমান বাদী হয়ে মোতালেব সরকারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া গ্রামে শ্রমিকলীগ নেতা মোতালেব সরকারের বাড়িতে বোমা বানাতে এসে বিস্ফোরণে নিহত হন ফজলু শেখ। তিনি কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া গ্রামের তোফাজ্জল শেখের ছেলে। সোমবার সকালে মিলপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে সুবর্ণসাড়ার সরকার বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এলাকাবাসী সেখানে জড়ো হলেও বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। তবে বিস্ফোরণের কিছুক্ষণ পর কালো রঙের একটি মাইক্রোবাসে আহত অবস্থায় দুজনকে নিয়ে যেতে দেখেন স্থানীয়রা। ওইদিন সাংবাদিক ও পুলিশকে প্রেশার কুকার বিস্ফোরণ হয়েছে বলে মোতালেব জানিয়েছিলেন। আহত দুজনের হদিসও মেলানো যায়নি।

তবে তিনদিন পর শনিবার (২২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফজলু শেখের মৃত্যু হয়। চিকিৎসকরা বোমা বিস্ফোরণেই তার মৃত্যু হওয়ার কথা উল্লেখ করেন। ঘটনার দিন নিহতের অবস্থান বেলকুচিতেই ছিল বলে পুলিশ নিশ্চিত হয়।

ঢাকার শাহবাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান কালবেলাকে বলেন, সুরতহাল প্রতিবেদন ও হাসপাতাল থেকে দেওয়া কাগজপত্রে মৃত্যুর কারণ হিসেবে বিস্ফোরণের কথা উল্লেখ করা হয়েছে। ময়নাতদন্তে প্রকৃত কারণ বেরিয়ে আসবে।

রোববার সিআইডির পরিদর্শক মোহাইমিনুল সরকারের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল মোতালেব সরকারের বাড়ি পরিদর্শন করে নিশ্চিত হন সেখানে বোমা বিস্ফোরণের ঘটনাই ঘটেছিল। তবে ঘটনার পরপরই এর আলামত নষ্ট করা হয়েছে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত টাইলস বাড়ির পাশের খালে ফেলে দেওয়া হয়েছে। মেঝেতে নতুন টাইলস বসানো হয়েছে।

সিআইডির পরিদর্শক মোহাইমিনুল সরকার কালবেলাকে বলেন, খোঁজাখুজি করে খালের পানি থেকে বিস্ফোরণের কিছুটা আলামত পাওয়া গেছে। বিস্ফোরণের স্থানে নতুন টাইলস ও দেওয়াল রং করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) জন রানা কালবেলাকে বলেন, বিস্ফোরণে নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

১০

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১১

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১২

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১৩

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৪

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৫

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৬

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৭

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৮

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৯

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

২০
X