সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

এমপি সমর্থকের বাড়িতে বিস্ফোরণে আহত ব্যক্তির মৃত্যু

নিহত ফজলুল হক। ছবি : সংগৃহীত
নিহত ফজলুল হক। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকায় এমপি মমিন মন্ডলের সমর্থক শ্রমিকলীগ নেতা মোতালেব সরকারের বাড়িতে বিস্ফোরণে আহত ফজলুল হক (৪৫) মারা গেছেন। জানা যায়, এ ঘটনায় জিন্নাহ নামে আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফজলুর মৃত্যু হয়। নিহত ফজলুল হক কুষ্টিয়া জেলার সদর উপজেলার মিনপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে। আহত জিন্নাহ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর গ্রামের তাছের আলীর ছেলে।

এর আগে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলকুচি পৌর এলাকার সুবর্ণসাড়া গ্রামে মোতালেব হোসেন সরকারের বাড়িতে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বেশ কজন গ্রামবাসী জানান, মঙ্গলবার পৌনে ২টার দিকে বিকট শব্দ শোনার পর মোতালেব সরকারের বাড়ির সামনে ভিড় জমায়। তবে কিছুক্ষণ পর কালো রঙের একটি মাইক্রোবাসে আহত অবস্থায় দুজনকে নিয়ে যেতে দেখা যায়। তারা বলেন, মনে হয় বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।

বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, বিস্ফোরণের শব্দ শুনেছি। নৌকার প্রার্থী আব্দুল মমিন মন্ডল এমপির সমর্থক মোতালেব সরকার নির্বাচনে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে নিজ বাড়িতে বোমা তৈরি করছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।

এদিকে বিস্ফোরণের তথ্য অনসুন্ধানের চেষ্টা করেও চার দিনে কিছু উদঘাটন করা সম্ভব হয়নি। পুলিশের কাছ থেকেও সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে প্রেশার কুকার বিস্ফোরণ বলে সাংবাদমাধ্যমকে জানান। ঘটনার তিন দিন পর শুক্রবার সকালে আহত ফজলু মারা গেলেও শনিবার সকালে তার মৃত্যুর বিষয়টি জানাজানি হয়।

নিহত ফজলুর ভাই মজনু বলেন, বুধবার (২০ ডিসেম্বর) জানতে পারি আমার ছোট ভাই ফজলু বিস্ফোরণে আহত হয়। খবর পেয়ে আমরা ঢাকা মেডিকেল যাই। সেখানে গিয়ে জানতে পারি, সিরাজগঞ্জের বেলকুচির মোতালেব নামে এক আওয়ামী লীগ নেতা বোমা তৈরির জন্য আমার ভাইকে বোমা তার বাড়িতে নিয়ে গিয়েছিল। সেখানে বোমা বিস্ফোরণেই ফজলু আহত হয়েছেন। তাকে একদিন লুকিয়েও রেখেছিল মোতালেব। পরে ওর চিৎকার সইতে না পেরে ঢাকা মেডিকেলে ভর্তি করে। আজ ভোর রাতে আমার ভাই হাসপাতালে মারা গেছে। ফজলু দীর্ঘদিন রাজবাড়ীতে থাকতেন।

নিহত ফজলুর মেয়ের জামাই রকি বলেন, শুক্রবার সকালে মারা গেছে। শনিবার সন্ধ্যাতেও লাশ আমাদের দেওয়া হয়নি। আমরা খুব কষ্টে আছি। এখনো লাশ মর্গে রাখা হয়েছে। ঢাকার শাহবাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ওই ব্যক্তি গতকাল সকালে মারা গেছে। শরীরে আঘাতের যে চিহ্ন রয়েছে তাতে বোঝা যাচ্ছে বোম ব্লাস্ট। চিকিৎসক লিখেছেন বোমা বিস্ফোরণে তিনি মারা গেছেন। এ ঘটনায় মামলা হলে সিরাজগঞ্জে হবে। আমরা সিরাজগঞ্জের ওসির সাথে যোগাযোগ করেছি, তারা এখনো সিদ্ধান্ত জানায়নি।

অভিযুক্ত শ্রমিকলীগ নেতা মোতালেব সরকার বলেন, আমরা নৌকার ভোটের জন্য কাজ করছি। মঙ্গলবার দুপুরে বাড়িতে রান্নার সময় প্রেশার কুকার বিস্ফোরিত হয়। এতে কেউ আহত হয়নি। বোমা বিস্ফোরণে একজন নিহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ওই ব্যক্তিকে আমি চিনি না।

বেলকুচি থানার ওসি মো. আনিছুর রহমান জানান, আমরা এখন পর্যন্ত শিওর না যে, ঘটনাটি মোতালেবের বাড়িতে ঘটেছে। আমরা নিশ্চয়তা পাচ্ছি না। আমরা তদন্ত করছি। ফজলু নামে ওই ব্যক্তির মৃত্যুর ব্যাপারে কেউ অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

এ বিষয়ে জানতে আব্দুল মমিন মন্ডলের সাথে যোগাযোগের জন্য বার বার ফোন করলেও ফোন রিসিভ হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

আগামী সংসদ প্রথম তিন মাস ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করার প্রস্তাব

ধরলার তীব্র ভাঙন, টেকসই বাঁধ নির্মাণের দাবি

১০

নেতা ও ভোটারের জবাবদিহিই হবে শ্রেষ্ঠ সংস্কার : মঈন খান

১১

পাপের ফল ওদের ভোগ করতেই হবে : রাশেদ খান

১২

ক্ষমা চাইলেন স্বাধীন খসরু 

১৩

স্বাধীনতাবিরোধীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত : আমিনুল হক

১৪

ঢাকায় উদযাপিত হলো রাশিয়ান পতাকা দিবস

১৫

একাদশে ভর্তিতে কোনো শিক্ষার্থী পায়নি ৩৭৮ কলেজ

১৬

৫০ হাজারে শ্লীলতাহানির রফাদফা করলেন সভাপতি-প্রধান শিক্ষক

১৭

কে বেশি টাকা দেয়, ফেসবুক নাকি ইউটিউব

১৮

অর্ধ বিলিয়ন জরিমানা থেকে রেহাই পেলেন ট্রাম্প

১৯

মিথ্যা প্রচারণার বিরুদ্ধে থানায় জিডি মহানগর বিএনপি নেতা কফিল উদ্দিনের

২০
X