খুলনা ব্যুরো
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় শীতের প্রকোপে বাড়ছে ঠান্ডাজনিত রোগ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

খুলনায় হঠাৎ শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় ঠান্ডাজনিত রোগে শিশুসহ নানা বয়সী রোগীর সংখ্যা বাড়ছে হু হু করে। বিশেষ করে শিশু ও বয়স্করা এই রোগে আক্রান্ত হচ্ছে বেশি।

খুলনাসহ আশপাশের এলাকায় বেড়েছে শীতের তীব্রতা। সেই সঙ্গে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। হঠাৎ শৈত্য প্রবাহ শুরু হওয়ায় শিশুসহ নানা বয়সী রোগীর সংখ্যা বাড়ছে হু হু করে। বিশেষ করে শিশু ও বয়স্করা এই রোগে আক্রান্ত হচ্ছে বেশি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা শিশু হাসপাতাল ও খুলনা জেনারেল হাসপাতাল ঘুরে ঠান্ডাজনিত কারণে রোগীদের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া যায়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, অক্টোবর থেকে ঠান্ডাজনিত কারণে রোগী আসছে। গত কয়েক দিন শীত বাড়ায় শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেশ বেড়েছে। এছাড়া অন্যান্য মেডিসিন ওয়ার্ডেও বিশেষ করে নিউমোনিয়া, ব্রংকাইটিস, শ্বাসকষ্ট, অ্যাজমা, হাঁপানি, সর্দিজ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বহু রোগী আসছেন হাসপাতালে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন রায় জানান, শীতের প্রকোপ বাড়ায় ঠান্ডাজনিত কারণে মানুষের রোগবালাইও বেড়েছে। মৌসুমী এসব রোগে আক্রান্ত হয়ে বিশেষ করে শিশুদের নিয়ে জরুরি বিভাগে আসছেন অভিভাবকরা। রোগের ধরন বুঝে শিশুদের চিকিৎসা দেওয়া বা সিনিয়র কনসালট্যান্টের কাছে রেফার করা হচ্ছে। রোগীর অবস্থা গুরুতর হলে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫শ বেডের বিপরীতে ১ হাজার ৬শ এর বেশি রোগী ভর্তি। এ ছাড়া বহির্বিভাগে প্রতিদিন রোগী আসে প্রায় ১ হাজার ৫শ।

বহির্বিভাগ সূত্রে জানা যায়, এমনিতে শীতকালে অন্যান্য রোগের প্রকোপ কিছুটা কম থাকলেও শীতকালীন ঠান্ডাজনিত রোগের প্রকোপ এখন বেশি। এছাড়া খুলনা শিশু হাসপাতালে বেডের বাইরে অতিরিক্ত রোগী ভর্তি হয় না। আড়াইশ শয্যার হাসপাতালে রোগী ভর্তি করার কোনো সুযোগ নেই। একটি রোগী ছুটি না হলে অন্য রোগী ভর্তি করা যায় না।

শিশু হাসপাতাল ঘুরে দেখা যায়, বহির্বিভাগের বিভিন্ন জায়গা এবং টিকিট কাউন্টারে লেখা রয়েছে সিট খালি নাই। বহির্বিভাগে থেকে প্রতিদিন ভর্তি করাতে না পেরে চলে যাচ্ছেন অসুস্থ রোগীরা। এছাড়া খুলনা জেনারেল হাসপাতালেও বহির্বিভাগে ঠান্ডাজনিত রোগী বাড়ছে বলে জানিয়েছেন হাসপাতালের আরএমও ডা. মো. মুরাদ হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের দ্বৈত ভূমিকায় দেশবাসী উদ্বিগ্ন : সাইফুল হক

লেভারকুজেন ছাড়ার ঘোষণা আলোনসোর, ফিরবেন কি রিয়ালের ডাগআউটে?

আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে যোগ দিল যেসব দল ও সংগঠন

জামায়াতের সমাবেশে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, আহত ১০

আইপিএলের পর এবার পিএসএলও স্থগিত ঘোষণা

সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু

ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জনে কী বললেন স্কালোনি

জনতার কাতারে নেমে এসেছেন আলেমরাও

ধামরাইয়ে প্রাইভেটকারে যাত্রী তুলে অপহরণ, আটক ৪

শাহবাগে নেই ছাত্রদল-বাম

১০

পাকিস্তান যেসব সমরাস্ত্র ব্যবহার করেছে ভারতের বিরুদ্ধে

১১

সান্তোসে আর মাত্র দু’টি ম্যাচ খেলবেন নেইমার!

১২

শাহবাগে খালেদা জিয়ার অপেক্ষায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র

১৩

বিনিয়োগ নিয়ে দেশে অনেক সার্কাস দেখতে পাচ্ছি : আমীর খসরু

১৪

বিপাকে ভারত, পাকিস্তানের পক্ষে কাজ করছে তুরস্ক

১৫

সাধারণ যানবাহনের সঙ্গেই ছিল জুবাইদার গাড়ি

১৬

মামলা তুলতে রাজি না হওয়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

১৭

দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে ঢাকায় মার্চ : নাহিদ

১৮

নেতা-কর্মীদের উদ্দেশে হেফাজতের যে আহ্বান

১৯

এবার ভারতের স্টেডিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি

২০
X