খুলনা ব্যুরো
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় শীতের প্রকোপে বাড়ছে ঠান্ডাজনিত রোগ

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত
খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

খুলনায় হঠাৎ শৈত্যপ্রবাহ শুরু হওয়ায় ঠান্ডাজনিত রোগে শিশুসহ নানা বয়সী রোগীর সংখ্যা বাড়ছে হু হু করে। বিশেষ করে শিশু ও বয়স্করা এই রোগে আক্রান্ত হচ্ছে বেশি।

খুলনাসহ আশপাশের এলাকায় বেড়েছে শীতের তীব্রতা। সেই সঙ্গে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। হঠাৎ শৈত্য প্রবাহ শুরু হওয়ায় শিশুসহ নানা বয়সী রোগীর সংখ্যা বাড়ছে হু হু করে। বিশেষ করে শিশু ও বয়স্করা এই রোগে আক্রান্ত হচ্ছে বেশি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা শিশু হাসপাতাল ও খুলনা জেনারেল হাসপাতাল ঘুরে ঠান্ডাজনিত কারণে রোগীদের সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া যায়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, অক্টোবর থেকে ঠান্ডাজনিত কারণে রোগী আসছে। গত কয়েক দিন শীত বাড়ায় শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেশ বেড়েছে। এছাড়া অন্যান্য মেডিসিন ওয়ার্ডেও বিশেষ করে নিউমোনিয়া, ব্রংকাইটিস, শ্বাসকষ্ট, অ্যাজমা, হাঁপানি, সর্দিজ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বহু রোগী আসছেন হাসপাতালে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন রায় জানান, শীতের প্রকোপ বাড়ায় ঠান্ডাজনিত কারণে মানুষের রোগবালাইও বেড়েছে। মৌসুমী এসব রোগে আক্রান্ত হয়ে বিশেষ করে শিশুদের নিয়ে জরুরি বিভাগে আসছেন অভিভাবকরা। রোগের ধরন বুঝে শিশুদের চিকিৎসা দেওয়া বা সিনিয়র কনসালট্যান্টের কাছে রেফার করা হচ্ছে। রোগীর অবস্থা গুরুতর হলে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫শ বেডের বিপরীতে ১ হাজার ৬শ এর বেশি রোগী ভর্তি। এ ছাড়া বহির্বিভাগে প্রতিদিন রোগী আসে প্রায় ১ হাজার ৫শ।

বহির্বিভাগ সূত্রে জানা যায়, এমনিতে শীতকালে অন্যান্য রোগের প্রকোপ কিছুটা কম থাকলেও শীতকালীন ঠান্ডাজনিত রোগের প্রকোপ এখন বেশি। এছাড়া খুলনা শিশু হাসপাতালে বেডের বাইরে অতিরিক্ত রোগী ভর্তি হয় না। আড়াইশ শয্যার হাসপাতালে রোগী ভর্তি করার কোনো সুযোগ নেই। একটি রোগী ছুটি না হলে অন্য রোগী ভর্তি করা যায় না।

শিশু হাসপাতাল ঘুরে দেখা যায়, বহির্বিভাগের বিভিন্ন জায়গা এবং টিকিট কাউন্টারে লেখা রয়েছে সিট খালি নাই। বহির্বিভাগে থেকে প্রতিদিন ভর্তি করাতে না পেরে চলে যাচ্ছেন অসুস্থ রোগীরা। এছাড়া খুলনা জেনারেল হাসপাতালেও বহির্বিভাগে ঠান্ডাজনিত রোগী বাড়ছে বলে জানিয়েছেন হাসপাতালের আরএমও ডা. মো. মুরাদ হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের স্পন্সর হতে দুই কোম্পানির আগ্রহ প্রকাশ

তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড

পদোন্নতি পেলেন এসবি প্রধান গোলাম রসুল

দেব-জিৎকে টেক্কা দিল শাকিবের হিন্দি তুফান

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগের হামলা ও ভাঙচুর

রয়টার্সের এক্সক্লুসিভ / চীনের সঙ্গে ভারতের পানিযুদ্ধের আশঙ্কা

হত্যা মামলার রিমান্ড শুনানিতে আদালতে তৌহিদ আফ্রিদি

ফোন নম্বর ছাড়াই মেসেজ-কল নিয়ে আসছে ইলন মাস্কের নতুন অ্যাপ

রোহিঙ্গাদের জন্য এর বেশি করার সুযোগ বাংলাদেশের নেই : ড. ইউনূস

মাঠ থেকে মুখবাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

১০

মুক্তিযুদ্ধের বিষয়ে আপস করব না : ফজলুর রহমান

১১

কিউবা মিচেল-তপুদের দায়িত্বে ভ্যালেন্সিয়ার সহকারী কোচ

১২

মা হচ্ছেন পরিণীতি চোপড়া, আসছে নতুন অতিথি

১৩

১৬ বছর আগে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

১৪

কলিজার টুকরা দিয়েও বাঁচানো গেল না স্বামীকে, মারা গেলেন নিজেও

১৫

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

১৬

গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকজ নোটিশ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৭

ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ, সেনা মোতায়েন

১৮

কথা রাখেনি প্রেমিকা, অভিমানে গলায় ছুরি চালালেন হাবিবুর 

১৯

তীর্থযাত্রী বহনকারী ট্রলিতে ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ৮

২০
X