দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম ওসমান বলেছেন, আমি কাজ করেছি, হারাম খাইনি। আপনারা বাজার থেকে কাপড়, চশমা ও জুতা কিনলে দেখে কেনেন, ছেলে-মেয়ে বিয়ে দিলে দেখে দেন, তাহলে আপনাদের জনপ্রতিনিধি কী দেখে নির্বাচিত করবেন না। তাই আমাকে পছন্দ হলে ভোট দিবেন, না হলে দেবেন না। কিন্তু সবাই ভোটকেন্দ্রে যাবেন। যাকে খুশি তাকে ভোট দেন।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের সাইলো রোড এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, আপনাদের কী লজ্জা লাগে না এ দেশে এখনো স্বাধীনতাবিরোধী রাজাকাররা কথা বলে। সিদ্ধিরগঞ্জে কমপক্ষে আমার ১ লাখ কর্মী আছে। প্রত্যেকে যদি তাদের পরিবার বা প্রতিবেশীদের মধ্য থেকে দুজন করেও লোক কেন্দ্রে নিয়ে যায় তাহলে ৩ লাখ ভোট হবে। পাঁচ নম্বর ওয়ার্ড শেষ করে শামীম ওসমান ৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় উঠান বৈঠকে বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন শাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজি ইয়াছিন মিয়া, শিল্পপতি জালাল উদ্দিন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর নূরউদ্দিন মিয়া প্রমুখ।
মন্তব্য করুন