নোয়াখালীর চাটখিলে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে দলের নেতাকর্মীরা চাটখিল পৌরবাজারে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনগণের মাঝে লিফলেট বিতরণ করে।
ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে কর্মসূচিতে উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন বলেন, ‘বাংলাদেশের মানুষ এ ডামি নির্বাচন মানবে না। তারা এ নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।’
উপস্থিত নেতাকর্মীরা এ সময় নির্বাচনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।
মন্তব্য করুন