কালীগঞ্জ( লালমানিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ঘাড় মটকে দিতে চাওয়ায় সমাজকল্যাণ মন্ত্রীকে শোকজ

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। পুরোনো ছবি
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। পুরোনো ছবি

লালমনিরহাট-২ আসনের (আদিতমারী-কালীগঞ্জ) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে শোকজ করছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফের ঘাড় মটকে দিতে চাওয়ায় মঙ্গলবার (২৬ ডিসেম্বর) নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সহকারী জেলা ও দায়রা জজ মো. তাহমীদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে মন্ত্রীকে শোকজ করা হয়।

এর আগে সোমবার (২৫ ডিসেম্বর) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার মোহাম্মদ উল্লাহ কাছে মন্ত্রীর নামে লিখিত অভিযোগ করেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ। হানিফ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি লালমনিরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল হকের সমর্থক।

হানিফের অভিযোগ, গত ২৩ ডিসেম্বর সামজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, নৌকার প্রার্থী সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে নির্বাচনী জনসভায় বলতে শোনা যায়, ‘সেদিন ভুল্যারহাটে মিটিংয়ে গোলাম মর্তুজা হানিফ যে বাজে কথা বলেছে, তাকে সতর্ক করে দিচ্ছি। এ ধরনের বাজে কথা যদি আর কোনো দিন বলো, তোমার ঘাড় মটকে দেব। তুমি এখনো লোক চেনো না’।

হানিফ আরও বলেন, এ বক্তব্যের পরে আমি ও আমার পরিবারের সকল সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোনো সময় আমি বা আমার সম্পদের ওপর হামলার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় নিরাপত্তা ও বিচার চেয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বরাবর গত ২৫ ডিসেম্বর লিখিত অভিযোগ করেন গোলাম মর্তুজা হানিফ। বিষয়টি আমলে নিয়ে পরদিনই অভিযোগটি নির্বাচনী অনুসন্ধান কমিটিতে পাঠানো হয়। অভিযোগ পাওয়ার পরদিন নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান সহকারী জেলা ও দায়রা জজ মো. তাহমীদুর রহমান নৌকার প্রার্থী নুরুজ্জামান আহমেদকে শোকজ করেন।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ অভিযোগকারীকে ঘাড় মটকানোর মাধ্যমে প্রাণনাশের হুমকি দিয়েছেন। যা নির্বাচনী আচরণবিধির ১১(ক) ধারার লঙ্ঘন। তাই সমাজকল্যামন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে কেন অনুসন্ধান করে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না, সে কারণ ৩১ ডিসেম্বর সকাল ১১টার মধ্যে লিখিতভাবে জানানোর নির্দেশ দেন আদালত।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ বলেন, অভিযোগটি আমরা নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যানের কাছে পাঠিয়েছি। তারা বিধিমত ব্যবস্থা নিচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমান : ইতিহাসের অগ্নিপথ পেরিয়ে জাতির প্রত্যাশার শিখরে

ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে আগুন, গ্রেপ্তার ৪ 

শিক্ষা ক্যাডারে পদোন্নতি, সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ কর্মকর্তা

ডেজার আলোচনা সভা ও স্মরণিকা উন্মোচন

ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০, আহত সাড়ে চারশর বেশি

তারেক রহমানের জন্মদিনে রক্তস্পন্দনের ব্যতিক্রমী উদ্যোগ

শুক্রবারও কমলো স্বর্ণের দাম

এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম 

ঢাকায় ভূমিকম্পে নিহত রাফির দাফন হবে বগুড়ায় 

শতাধিক ছিন্নমূল মানুষকে এক বেলা পেট পুরে খাওয়ালেন তরুণরা

১০

ট্রেনে অগ্নিসংযোগ, যুবলীগ কর্মী গ্রেপ্তার

১১

শরীয়তপুরকে হিংসা-সন্ত্রাসমুক্ত করতে পাঠিয়েছেন তারেক রহমান : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১২

পুরান ঢাকায় নিহত ৩ জনের পরিচয় জানা গেল

১৩

ভূমিকম্পে রাবির হলে ফাটল, শিক্ষার্থীদের স্থানান্তরের সিদ্ধান্ত

১৪

ভূমিকম্প থেকে রক্ষায় সরকারের এখনই জরুরি ভিত্তিতে করণীয় ঠিক করা উচিত : ডা. জাহিদ

১৫

২০ বর্গাচাষির ধান কেটে দিল বিএনপির নেতাকর্মীরা

১৬

পতাকা বৈঠকের পর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

১৭

এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচে পড়ল প্রাইভেটকার, মামলা হয়নি এখনো

১৮

গারোদের ওয়ানগালা উৎসব শুরু

১৯

শিক্ষকরা দলবাজি করতে গিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করেছেন : অ্যাটর্নি জেনারেল

২০
X