নির্বাচনী জনসভায় বক্তব্যে গোলাম মর্তুজা হানিফ নামে এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ঘাড় মটকে দেওয়ার হুমকি দিয়েছেন লালমনিরহাট-২ (আদিতমারি-কালীগঞ্জ) আসনের নৌকার প্রার্থী সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। হানিফ একজন বীরমুক্তিযোদ্ধা এবং কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
শনিবার (২৩ ডিসেম্বর) রাতে কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের চামটারহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় নৌকার প্রার্থী সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল হকের নির্বাচনী কর্মী মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফকে এ হুমকি দেন।
মন্ত্রী বলেন, সেদিন ভুল্ল্যারহাট মিটিংয়ে মর্তুজা হানিফ যে বাজে কথা বলেছে, তাকে সতর্ক করে দিচ্ছি; এই ধরনের বাজে কথা যদি আর কোনো দিন বলো তাহলে ‘তোমার ঘাড় মটকে দেব’। তুমি এখনো লোক চেন না। তোমার চরিত্রের নাই ঠিক। মুহূর্তের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রীর ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মী বীরমুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ বলেন, সমাজকল্যাণমন্ত্রী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ঈগল পাখি মার্কার জনসমর্থন দেখে উম্মাদ হয়ে গেছেন। তাই ক্ষোভে মন্ত্রী বিভিন্ন নির্বাচনী জনসভায় নানা কথা বার্তা বলছেন।
এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ‘ওই সভায় আমিও উপস্থিত ছিলাম। সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মর্তুজা হানিফ স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে অপমানজনক কথা বলেছেন। তাই মন্ত্রী তাকে সতর্ক করার জন্য কথাগুলো বলেছেন। তাকে মন্ত্রী হুমকি দেননি। তিনি বলেন সমাজকল্যাণমন্ত্রী দীর্ঘ ১০ বছরে কালীগঞ্জ ও আদিতমারী উপজেলার প্রতিটি ইউনিয়নে ব্যাপক উন্নয়ন করেছেন। সাধারণ ভোটাররা নৌকার সাথেই আছেন। এই আসনে বিপুল ভোটে নৌকার বিজয় হবে। কারো বিরোধীতায় নৌকা মার্কার ভোটে কোনও প্রভাব পড়বে না বলেও তিনি দাবি করেন।
নৌকা মার্কার ওই নির্বাচনী জনসভায় অন্যদের মধ্যে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা ও সমাজকল্যাণমন্ত্রীর এপিএস মিজানুর রহমান মিজান বক্তব্য রাখেন। ওই জনসভায় কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন