সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ঈগলের ৬৩ কর্মীর বিরুদ্ধে নৌকার মামলা

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী (ঈগল) প্রতীকের ৩৮ কর্মীর বিরুদ্ধে এজাহারনামীয় এবং ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন নৌকার সমর্থক মামুনুর রশিদ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) নৌকার সমর্থক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন বলে নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান। তবে এ মামলায় এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশ সূত্র জানায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত (২৫ ডিসেম্বর) নৌকা মনোনীত প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের নির্বাচনী ক্যাম্প রাতে ভাঙচুর করার নির্দেশ দেন স্বতন্ত্র প্রার্থী মুরাদ হাসানের (ঈগল প্রতীকের) প্রধান নির্বাচনী প্রতিনিধি সাখাওয়াত আলম মুকুল। এ ছাড়াও উপজেলার ৮টি ইউনিয়নে নৌকার সমর্থকদের মারপিট করার হুকুম তিনি দিয়েছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার বাদী, প্রভাষক মামুনুর রশীদ বলেন, গত ২৫ ডিসেম্বর রাতে পৌরসভার সিমলাপল্লী তাড়িয়াপাড়া নৌকা নির্বাচনী ক্যাম্প এলাকায় নৌকার প্রচারকালে স্বতন্ত্র প্রার্থী ঈগলের কিছু সমর্থক নেশাগ্রস্ত হয়ে নৌকার প্রচারে বাধা সৃষ্টি করে এবং কয়েকজন সমর্থককে মারধর করে আহত করে। পরে এ বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হলেও ওসির অনুপস্থিতির কারণে মামলাটি রুজু করা হয়নি। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে স্বতন্ত্র প্রার্থী মুরাদ হাসানের (ঈগল প্রতীকের) প্রধান নির্বাচনী প্রতিনিধি ও ঘটনার মূল দিকনির্দেশনাকারী সাখাওয়াত আলম মুকুলকে প্রধান আসামি করে মামলাটি রুজু করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশাবাদী। যারা আজ নৌকাকে প্রতিদ্বন্দ্বী মনে করছে তারা কিন্তু নৌকার বাইরের কেউ নন। তারা আওয়ামী লীগ হতেই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। সুতরাং নিজেদের মধ্যে তারা বিবাদ করতে চাইলেও আমরা করব না। আমরা শেখ হাসিনা ও দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই নির্বাচনটি উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতামূলক হোক। হাঙ্গামা ও বিবাদ করে নয়।

অপরদিকে এ মামলার প্রধান আসামি সাখাওয়াত আলম মুকুল বলেন, তাদের এ মামলাটি সম্পূর্ণ মিথ্যা। ২৫ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী মুরাদ হাসানের (ঈগল প্রতীকের) নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করে নৌকার সমর্থকরা।

এ বিষয়ে প্রতিবাদ করলে নৌকার সমর্থকরা ঈগলের নির্বাচনী ক্যাম্পে অতর্কিত হামলা করে অফিস ভাঙচুর করে এবং ১২ জন কর্মীকে মারপিট করে আহত করে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করলে প্রধান আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাদের এ মামলা স্বতন্ত্র প্রার্থী ড. মুরাদ হাসানের (ঈগল প্রতীকে) নির্বাচনী প্রচারকে বিঘ্নিত করা এবং ৭ জানুয়ারি যাতে তিনি পরাজিত হন সে ষড়যন্ত্রের অন্তরায়কে কেন্দ্র করে করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এ ছাড়াও তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশুদৃষ্টি কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমন কাজ করিনি যে সেফ এক্সিট নিতে হবে : প্রেস সচিব

কেন্দ্র দখলের চিন্তা করলে মা-বাবার দোয়া নিয়ে বের হইয়েন : হাসনাত

সীমান্ত থেকে ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার

সন্ত্রাসী-চাঁদাবাজি চলবে না : ব্যারিস্টার খোকন

জবি সাংবাদিকতা বিভাগের সরস্বতী পূজার ব্যতিক্রমী থিম

গাজীপুরের সেই ঘটনায় গ্রেপ্তার ৫

আইসিজেতে রোহিঙ্গাদের ‌‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাখ্যান বাংলাদেশের

মাছের ঘের থেকে বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার

টিকটক করতে বাধা দেওয়ায় গৃহবধূর কাণ্ড

জামায়াত প্রার্থীকে শোকজ

১০

‘জীবনের দ্বিতীয় অধ্যায় চলছে, মৃত্যুকে ভয় করি না’

১১

আন্দোলনে শহীদ জাকিরের মেয়ের বিয়েতে তারেক রহমানের উপহার

১২

ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে কবীর ভূঁইয়ার গণসংযোগ

১৩

ঢাকা কলেজে উত্তেজনা

১৪

প্রস্রাবের কথা বলে পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন আসামি

১৫

জনগণের দোয়া ও সমর্থন চাইলেন রবিউল

১৬

ব্র্যাক ইপিএল কর্পোরেট ক্রিকেটে সেনাবাহিনী ও ঢাকা ব্যাংকের জয়

১৭

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

১৮

‘বিশ্ব প্রস্থোডন্টিস্ট দিবস’ উদযাপিত / মুখ ও দাঁতের মানসম্মত চিকিৎসার ওপর গুরুত্বারোপ

১৯

আরেক সাফ মুকুটের দুয়ারে ‘ব্রাত্য’ সাবিনারা

২০
X