সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ঈগলের ৬৩ কর্মীর বিরুদ্ধে নৌকার মামলা

পুরোনো ছবি।
পুরোনো ছবি।

জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী (ঈগল) প্রতীকের ৩৮ কর্মীর বিরুদ্ধে এজাহারনামীয় এবং ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন নৌকার সমর্থক মামুনুর রশিদ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) নৌকার সমর্থক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন বলে নিশ্চিত করেছেন সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান। তবে এ মামলায় এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশ সূত্র জানায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত (২৫ ডিসেম্বর) নৌকা মনোনীত প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলালের নির্বাচনী ক্যাম্প রাতে ভাঙচুর করার নির্দেশ দেন স্বতন্ত্র প্রার্থী মুরাদ হাসানের (ঈগল প্রতীকের) প্রধান নির্বাচনী প্রতিনিধি সাখাওয়াত আলম মুকুল। এ ছাড়াও উপজেলার ৮টি ইউনিয়নে নৌকার সমর্থকদের মারপিট করার হুকুম তিনি দিয়েছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। মামলার বাদী, প্রভাষক মামুনুর রশীদ বলেন, গত ২৫ ডিসেম্বর রাতে পৌরসভার সিমলাপল্লী তাড়িয়াপাড়া নৌকা নির্বাচনী ক্যাম্প এলাকায় নৌকার প্রচারকালে স্বতন্ত্র প্রার্থী ঈগলের কিছু সমর্থক নেশাগ্রস্ত হয়ে নৌকার প্রচারে বাধা সৃষ্টি করে এবং কয়েকজন সমর্থককে মারধর করে আহত করে। পরে এ বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হলেও ওসির অনুপস্থিতির কারণে মামলাটি রুজু করা হয়নি। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে স্বতন্ত্র প্রার্থী মুরাদ হাসানের (ঈগল প্রতীকের) প্রধান নির্বাচনী প্রতিনিধি ও ঘটনার মূল দিকনির্দেশনাকারী সাখাওয়াত আলম মুকুলকে প্রধান আসামি করে মামলাটি রুজু করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশাবাদী। যারা আজ নৌকাকে প্রতিদ্বন্দ্বী মনে করছে তারা কিন্তু নৌকার বাইরের কেউ নন। তারা আওয়ামী লীগ হতেই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। সুতরাং নিজেদের মধ্যে তারা বিবাদ করতে চাইলেও আমরা করব না। আমরা শেখ হাসিনা ও দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই নির্বাচনটি উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতামূলক হোক। হাঙ্গামা ও বিবাদ করে নয়।

অপরদিকে এ মামলার প্রধান আসামি সাখাওয়াত আলম মুকুল বলেন, তাদের এ মামলাটি সম্পূর্ণ মিথ্যা। ২৫ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী মুরাদ হাসানের (ঈগল প্রতীকের) নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করে নৌকার সমর্থকরা।

এ বিষয়ে প্রতিবাদ করলে নৌকার সমর্থকরা ঈগলের নির্বাচনী ক্যাম্পে অতর্কিত হামলা করে অফিস ভাঙচুর করে এবং ১২ জন কর্মীকে মারপিট করে আহত করে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করলে প্রধান আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাদের এ মামলা স্বতন্ত্র প্রার্থী ড. মুরাদ হাসানের (ঈগল প্রতীকে) নির্বাচনী প্রচারকে বিঘ্নিত করা এবং ৭ জানুয়ারি যাতে তিনি পরাজিত হন সে ষড়যন্ত্রের অন্তরায়কে কেন্দ্র করে করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এ ছাড়াও তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশুদৃষ্টি কামনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা ব্যাংকে চাকরি, আবেদন করুন আজই

উপদেষ্টারা অসহায়, সবকিছু নির্ধারণ করে আমলারাই : ফখরুল

ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ : প্রেস সচিব

নির্বাচন নিয়ে অনৈতিক চাপ দিলে পদত্যাগ করব : সিইসি

যাতায়াত সুবিধাসহ আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের সেনাপ্রধানের হুংকার

বাজার স্থিতিশীলতার লক্ষ্যে ইরানের অনুকরণে ব্যবস্থার ঘোষণা সিরিয়ার

সকালে সময় বাঁচাতে রোজ পাউরুটি খাচ্ছেন? চিকিৎসকদের স্পষ্ট সতর্কবার্তা

ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে সন্ধ্যায়

নির্বাচনের আগেই লুট হওয়া সব অস্ত্র উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১০

সন্ধ্যা হলেই যে ১৯ জায়গা বেশি ‘বিপজ্জনক’

১১

কেশবপুর সংসদীয় আসন অপরিবর্তিত রাখার দাবিতে প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন

১২

‘বেশি সময় লাগেনি, ৮-১০ সেকেন্ডে কাজ সেরেছি’

১৩

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ নিয়ে মিলল বড় সুখবর

১৪

টানা ৫ দিন বৃষ্টির আভাস, সন্ধ্যার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

১৫

এই ৩ পানীয় খেলেই ত্বকে দ্রুত পড়বে বার্ধক্যের ছাপ

১৬

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে ১৩ ভারতীয় ক্রিকেটারের নাম নিবন্ধন

১৭

শতকোটি টাকার সরকারি জমি সাড়ে ৫ লাখে হাতবদল

১৮

নারায়ণগঞ্জে দগ্ধদের সবার অবস্থা সংকটাপন্ন

১৯

নতুন ‘ইনিংস’ শুরু করলেন শচীনকন্যা সারা

২০
X