ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৬:৩২ এএম
অনলাইন সংস্করণ

পতাকাবাহী গাড়ি ও পুলিশ প্রটোকল নিয়ে নির্বাচনী সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী

পতাকাবাহী গাড়ি ও পুলিশ প্রটোকল নিয়ে নির্বাচনী জনসভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ছবি : কালবেলা
পতাকাবাহী গাড়ি ও পুলিশ প্রটোকল নিয়ে নির্বাচনী জনসভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ছবি : কালবেলা

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে পতাকাবাহী গাড়ি ও পুলিশ প্রটোকল নিয়ে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার অভিযোগ উঠেছে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদের বিরুদ্ধে। নিজে প্রার্থী না হলেও শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে স্থানীয় আরকে উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় রাষ্ট্রীয় সুবিধা নিয়ে হাজির হন প্রতিমন্ত্রী। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। রিটানিং কর্মকর্তা জানিয়েছেন, সরকারি সুবিধা নিয়ে নির্বাচনী সভায় অংশগ্রহণের কোনো সুযোগ নেই।

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে নির্বাচনে অংশ নেননি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দকে। কিন্তু জাতীয় পার্টির কাছে এ আসনটি ছেড়ে দেওয়ায় দলীয় প্রার্থী প্রত্যাহার করে নেওয়া হয়। নির্বাচনে অংশ না নিলেও সংস্কৃতি প্রতিমন্ত্রী জাতীয় পার্টির প্রার্থী সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ মুক্তিকে সমর্থন দিয়েছেন।

শনিবার স্থানীয় আরকে উচ্চ বিদ্যালয় মাঠে লাঙ্গল প্রতীকের নির্বাচনী জনসভায় বিকেল চারটার দিকে সমাবেশ স্থলে হাজির হন প্রতিমন্ত্রী। সামনে পুলিশ প্রটোকলের গাড়ির পেছনে পতাকাবাহী সাদা গাড়ি থেকে নামার পর জাতীয় পার্টির প্রার্থী সালাহউদ্দিন আহমেদ মুক্তি স্বাগত জানিয়ে মঞ্চ পর্যন্ত নিয়ে যান প্রতিমন্ত্রীকে। সভায় সভাপতিত্ব করেন প্রতিমন্ত্রী নিজেই। সভায় নিজের বক্তব্যে লাঙ্গলের পক্ষে ভোট চেয়ে জনতার উদ্দেশ্যে বলেন, লাঙ্গলই নৌকা, নৌকাই লাঙ্গল। সভায় জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রীয় সুবিধা নিয়ে নির্বাচনী জনসভায় যোগ দেওয়া প্রসঙ্গে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ জানান, প্রার্থীরা এ ধরণের সুযোগ পায় না। তবে তিনি যেহেতু প্রার্থী নন সেহেতু এক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়।

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, রাষ্ট্রীয় সুবিধা ভোগ করে তিনি নির্বাচনী কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না। আমরা এ ব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা নিবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে যেসব ইস্যুতে মার্কিন রাষ্ট্রদূতের বিশেষ বৈঠক

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১০

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১১

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

১২

আইইউবিএটির সমাবর্তনে বৈশ্বিক শিক্ষার ওপর গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার

১৩

রাষ্ট্র, ক্ষমতা ও নীরবতার সময় ডাভোসে ট্রাম্প

১৪

ভারত বিশ্বকাপের অ্যাক্রিডিটেশন বাতিল, প্রতিক্রিয়ায় যা বললেন সাংবাদিকরা

১৫

এই নির্বাচন শুধু জনপ্রতিনিধি বানানোর নয়, রাষ্ট্র বিনির্মাণের :  রবিউল

১৬

পাগড়ি পরিয়ে ৩৫ কোরআনে হাফেজকে সম্মাননা

১৭

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১৮

নুরুদ্দিন অপুর ধানের শীষের সমর্থনে এক হলেন শরীয়তপুর ৩ আসনের সব দল

১৯

ডাকসু সদস্য সর্বমিত্র চাকমাকে শোকজ

২০
X