সিরাজগঞ্জে ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার (৩১ ডিসেম্বর) সকালে শহরের মতি সাহেবের ঘাট এলাকায় লিফলেট বিতরণ করা হয়। এতে জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, খ.ম রকিবুল হাসান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, সাব্বির হোসেন ভূঁইয়া সাফি, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান নেতৃত্ব দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মিলন হক রঞ্জু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য সোহেল রানাসহ অন্যান্য নেতারা।
মন্তব্য করুন