গাজীপুর-২ আসনে হত্যার ষড়যন্ত্রসহ নির্বাচনী প্রচারে বাধা, কর্মীদের হুমকি-ধামকির অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম। ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন যুবলীগের এই নেতা। সোমবার (১ জানুয়ারি) দুপুরে সালনা-পোড়াবাড়ী এলাকায় নেতাকর্মীদের নিয়ে পথসভা ও গণসংযোগ করেন সাইফুল ইসলাম। এ সময় লিফলেট বিতরণ করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি।
পরে সাইফুল ইসলাম বলেন, ঈগল প্রতীকের পক্ষে মানুষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। কিন্তু প্রতিপক্ষের লোকজন আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে। তারা নেতাকর্মীদের প্রচারণায় বাধা দিচ্ছে, হুমকি দিচ্ছে। তারা আমার প্রচারণায় পথরোধ করছে।
গাজীপুর-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে লড়ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ ছাড়া এ আসনে জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে মোট ভোটার ৭ লাখ ৮১ হাজার ৭৫৯ জন।
মন্তব্য করুন