ঝিনাইদহের কালীগঞ্জে নির্বাচন বর্জন, অসহযোগ আন্দোলন এবং ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (১ জানুয়ারি) সকালে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক ও গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়।
কালীগঞ্জ নিমতলা বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, এই নির্বাচন প্রহসন ও গণতন্ত্র ধ্বংসের নির্বাচন, এই নির্বাচন মনোনয়ন বাণিজ্যের নির্বাচন। তিনি বলেন, নির্বাচনে ভোটের আগেই নমিনেশন বাণিজ্যের মাধ্যমে ফল নির্ধারণ করা হয়েছে। জনগণের ভোটের কোনো প্রয়োজন হবে না। সন্ধ্যায় তল্পিবাহক নির্বাচন কমিশন শুধু ফল ঘোষণা করবে। কালীগঞ্জবাসীকে এই সাজানো, পাতানো, ভোটের খেলায় অংশগ্রহণ থেকে বিরত থেকে অবৈধ সরকারের অনাস্থা জানানোর আহ্বান জানান।
তিনি বলেন, অচিরেই বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দিকে মুক্ত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি প্রতিষ্ঠিত করে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। পরিশেষে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত সংগঠনের সব নেতাকর্মীকে আগামী দিনে রাজপথে আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির উপজেলা যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, জাবেদ আলী, মফিজুল ইসলাম নান্নু, আলী মর্তুজা লিটু, আব্বাস আলী, তৌহিদ মুন্সি, পিয়ার আলী, আবু বক্কর রাজু, মোহাম্মদ আলী ভুলু, তৈয়বুর রহমান টিপু, জাফর মেম্বার, কামাল ধোনি, তারেক ফিরোজ, আতিয়ার মেম্বর, আব্দুস সালাম, জেলা ছাত্রদলের সহসভাপতি আহমেদ জনি, যুগ্ম সম্পাদক ফয়সাল কবির, এরশাদ হোসেন সোনা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম, শাহাদাৎ হোসেন রিওন, তারেকুর রহমান টিপু, মেহেদী হাসান হিরন, পৌর ছাত্রদলের সদস্য সচিব তরিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইয়ারুল ইসলাম, শিপন হোসেন, নিরব, সীমান্ত, কলেজ ছাত্রদলের সদস্য সচিব কামরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আল আমিন হেসেন, হারুনুর রশীদ রাজা, চঞ্চল হোসেন, মনিরুজ্জামান মুন্না, সাব্বির হোসেন, ইউনিয়ন ছাত্রদলের আরিয়ান সুমন, আলামিন, সোহেল, ইকরামুল, রিয়াদুল ইসলাম মোরসালিন, আকরাম হোসেন, আমিন, বনি, আবির হাসান, ফাহিম শাহরিয়ার, ও শাকিল আহমেদ, উপজেলা তাঁতীদলের আহবায়ক আজিজুল ইসলাম বাটুল, সেকেন্দার আলী, যুবদলের আহবায়ক সুজাউদ্দিন পিয়াল, যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল টিটো, মনজুরুল হক খোকা, কৃষক দলের মকসুদুল মোমিন, আমিন মোল্লা, শ্রমিক নেতা নূরুল ইসলাম প্রমুখ।
মন্তব্য করুন