আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশটার উন্নয়ণ করেছেন, যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই এগিয়ে যাওয়া ও উন্নয়ণের জন্য শেখ হাসিনাকে আবার দরকার।
সোমবার (১ জানুয়ারি) রাতে রংপুরের পীরগাছার কল্যাণী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, আমি ইতিমধ্যে এই উপজেলার ৮০ ভাগ রাস্তা-ঘাট পাকা করেছি। বাকি রাস্তা আমি নির্বাচিত হলে ২ বছরের মধ্যে পাকা করব। এই উপজেলায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে। দুটি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হয়েছে। আপনাদের আরও অনেক চাওয়া-পাওয়া আছে আমি জানি। আমি নির্বাচিত হলে আপনাদের সকল দাবি-দাওয়া পূরণ করব।
তিনি আরও বলেন, আপনাদের জন্য আমি ক্যান্সার হাসপাতাল করেছি। যেটা এই কল্যাণী ইউনিয়নেই অবস্থিত। এটার সুফল আপনারা পাবেন। তাই আমি ৭ তারিখের নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান করছি। আপনারা নিজেরাতো ভোটকেন্দ্রে যাবেনই। সেই সাথে আপনাদের পরিবার-পরিজন, প্রতিবেশীদের সঙ্গে নিয়ে যাবেন। নৌকায় ভোট দিবেন। গতবারের চেয়ে বেশি ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন।
মন্তব্য করুন