মানিকগঞ্জ-২ আসন থেকে আ. লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, আজ যারা বড় বড় সাইনবোর্ড লাগিয়ে সকল সুযোগ-সুবিধা নিয়ে এখন হাসিনার নৌকার সঙ্গেই বিরোধিতা করছে। সময় হলেই শেখ হাসিনা তাদের ওই সাইনবোর্ড আগে টেনে ছিঁড়বে। মনে রাখবেন, ৭ তারিখের পর আপনাদের বুকের ওপর থেকে পদ পদবির সাইনবোর্ড আগে নামাবে। আপনারা মনে রাখবেন, তারা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সঙ্গে বিরোধিতা করছে।
বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জের হরিরামপুরের ঝিটকা বাজারে উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই নৌকা হলো বঙ্গবন্ধুর নৌকা, এই নৌকা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নৌকা। শেখ হাসিনাও কিন্তু নির্বাচন করছে গোপালগঞ্জ থেকে। আগে উনি এমপি হবেন, তারপর প্রধানমন্ত্রী হবেন। জননেত্রী শেখ হাসিনার মার্কাও নৌকা। আমার মার্কাও কিন্তু নৌকা। আজ একটা দল যারা আপনাদের কাছে আসছে তারাও নাকি আওয়ামী লীগ করেন। খুর কেচি মার্কা, বদনা মার্কা নিয়ে কেউ যদি এসে বলে আমরাও আওয়ামী লীগ করি, আপনারাই বলেন তারা কি শেখ হাসিনার আওয়ামী লীগ করেন? তারা হলো বিদ্রোহী। নৌকার সঙ্গে বিদ্রোহ করছে। টাকা দিয়ে পদ-পদবি কিনে এনেছে। আবার সেই পদ-পদবি নিয়ে আওয়ামী লীগের সঙ্গেই বিদ্রোহ ঘোষণা করেছে।
মমতাজ বলেন, আগামী ৭ তারিখের পর কেন্দ্রের কাছে তাদের জবাবদিহি করতে হবে। সবকিছু এত সহজ না। মনে রাখবেন, শেখ হাসিনার নজরদারিতে সবই আছে। সে সবকিছু পর্যবেক্ষণ করছেন। ৭ তারিখের পর সব কয়টা ধরবেন। কারে কোন সময় সাইজ করা লাগে শেখ হাসিনা তা ভালো করেই জানেন। আজ অবৈধভাবে কালো টাকা নিয়ে দুই একজন নামছে।
জনসভায় বিশিষ্ট সংগীত শিল্পী রবি চৌধুরীসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দশ হাজারের অধিক মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন