দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
দৌলতদিয়া ফেরিঘাট শাখা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ কালবেলাকে জানায়, বুধবার (৩ জানুয়ারি) রাত ৯টা ১৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে এ ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ হয়। আর ফেরি চলাচল বন্ধের কারণে উভয় পাড়ে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাট শাখা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক আব্দুর রহিম কালবেলাকে জানান, ঘন কুয়াশার কারণে রাত ৯টা ১৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
মন্তব্য করুন