চুয়াডাঙ্গার জীবননগরে নাশকতার মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা দেড়টার দিকে তাকে উপজেলার উথলি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যা ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবিদ হাসান।
জিল্লুর রহমান জীবননগর উপজেলার উথলি মাঝপাড়ার আবুল কাশেমের ছেলে এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক।
পুলিশ জানায়, জিল্লুর রহমানের বিরুদ্ধে জীবননগর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ১৫(৩)/২৫ডি ধারা, তৎসম ও বিস্ফোরক পদার্থ আইন, ১৯০৮ এর ৩/৪/৬ ধারার মামলা ছিল। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপপরিদর্শক (এসআই) মো. শাহিনুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উথলিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাশকতার মামলার পলাতক আসামি জিল্লুর রহমানকে গ্রেপ্তার করেন। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মন্তব্য করুন