লালমনিরহাটের আদিতমারীতে মসজিদের টিউবওয়েল চুরির সময় তিন চোরকে আটক করেছে এলাকাবাসী।
বুধবার (৩ জানুয়ারি) রাতে আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া আল-কাবা জামে মসজিদের স্টোর রুমে থাকা মসজিদের টিউবওয়েল, বালতি, পাইপসহ অন্যান্য মালামাল চুরি করে অটোরিকশায় পালিয়ে যাওয়ার সময় চোরাই মালামাল এবং চুরির কাজে ব্যবহৃত অটোরিকশাসহ হাতেনাতে তিন চোরকে আটক করে এলাকাবাসী।
আটকরা হলো- লালমনিরহাট সদর এলাকার শহিদ শাহজাহান কলোনীর মুন্নাফ আলীর ছেলে রাসেল ইসলাম(২২), আব্দুল লতিফ এর ছেলে রমজান আলী (৩৮) ও হানিফ হোসেনের ছেলে জনি হোসেন (২৬)
আদিতমারি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মসজিদের স্টোর রুম থেকে টিউবওয়েলসহ কিছু মালামাল চুরি করে পালানোর সময় অটোরিকশাসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন