নোয়াখালী-৪ আসনে নৌকার প্রার্থী একরামুল করিম চৌধুরীর এক সমর্থক প্রকাশ্যে নৌকায় ভোট দিতে ভোটারদের হুঙ্কার দিয়েছেন। সুবর্ণচর উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার আকবর হোসেন শাহনাজ গতকাল বৃহস্পতিবার এক উঠান বৈঠকে এ হুঙ্কার দেন। তার হুঙ্কারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, আকবর হোসেন বলছেন ভোটকেন্দ্রের ভেতরে ভেতরে পর্দা আছে। কোনো মা বোনরা পর্দার ভেতরে হান্দায় হান্দায় (ঢুকে) ভোট দেবেন না। যদি পর্দার ভেতরে হান্দায় (ঢুকে) ভোট দেন তাহলে মনে করব আপনারা নৌকাকে ভোট দেন নাই। আমার মা বোনদের বলতে চাই, আপনারা পর্দার ভেতরে হান্দাইবেন না (ঢুকবেন না)। তার বক্তব্য থেকে বোঝা যায় তিনি প্রকাশ্যেই ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
নোয়াখালী ৪ ( সদর-সুবর্ণচর) আসনে নৌকার একরামুল করিম চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শিহাব উদ্দিন শাহিন ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। ভোট যতই ঘনিয়ে আসছে ততই নৌকার প্রার্থী একরামুল করিম চৌধুরীর লোকজন ভোটারদের হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগ নিয়ে স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী সংবাদ সম্মেলন করে ও নির্বাচন কমিশনে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না।
মন্তব্য করুন