বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩৩
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

এমপি একরামুলকে দল থেকে বহিষ্কারের দাবি জেলা আ.লীগের

নোয়াখালী জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
নোয়াখালী জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

দলীয়প্রধানের আদেশ অমান্য করে নিজের ছেলেকে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী করায় নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সংসদ সদস্যপদ স্থগিত ও দল থেকে বহিষ্কারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে নোয়াখালী প্রেস ক্লাব অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী তার ছেলে আতাহার ইশরাক সাবাব চৌধুরীকে পার্শ্ববর্তী কবিরহাট উপজেলা থেকে নির্বাচনের তপশিল ঘোষণার কয়েকদিন পূর্বে ভোটার স্থানান্তর করে সুবর্ণচর উপজেলায় এনে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এইচএম খায়রুল আনাম চৌধুরী সেলিমের বিরুদ্ধে প্রার্থী করিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। একইসঙ্গে একরামুল করিম চৌধুরী প্রভাব খাটিয়ে প্রশাসন ও সন্ত্রাসীদের ব্যবহার করে অরাজনৈতিক বক্তব্য দিয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণের মাধ্যমে ছেলেকে ভোট না দিলে উন্নয়ন করবেন না বলে হুঁশিয়ার করেছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সহিদ উল্যাহ খান বলেন, একরামুল করিম চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে তার ছেলেকে জেলা আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে প্রার্থী করিয়েছেন। ছেলেকে জেতানোর জন্য সুবর্ণচরে সন্ত্রাসীদের এনে অবৈধ অস্ত্রের মহড়াও দেওয়াচ্ছেন। এছাড়া অরাজনৈতিক বক্তব্য দিয়ে ঔদ্ধত্যপূর্ণ আচরণের মাধ্যমে জেলা আওয়ামী লীগ সভাপতিসহ জেলার নেতাদের হেয় করার পাঁয়তারা করছেন। একরামুল করিম চৌধুরীর এসব বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার সংসদ সদস্য পদ স্থগিত ও দল থেকে বহিষ্কার করার দাবি জানান এই নেতা।

সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এইচএম খায়রুল আনাম চৌধুরী সেলিম বলেন, একরামুল করিম চৌধুরী নির্বাচনের তপশিল ঘোষণার পর থেকে নিজের ছেলেকে ভোট না দিলে এলাকার উন্নয়ন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ভোটের মাঠে প্রভাব বিস্তার করে আসছে। যারা এমপির অপরাজনীতি ও হুমকি-ধমকির বিরুদ্ধে প্রতিবাদ করে আমার পক্ষে ভোট করছেন সেসব নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতন করা হচ্ছে। এসব ঘটনায় থানায় মামলা দায়ের করলেও এমপির নির্দেশে থানার ওসি কোনো মামলা রেকর্ড করছেন না এবং আসামিদের ধরছেন না।

তিনি আরও বলেন, একরামুল করিম চৌধুরীর বাবা হাজী মো. ইদ্রিস দলের বিরুদ্ধে নির্বাচনে অংশ নিয়ে দল থেকে বহিষ্কার হয়েছেন। একরামুল করিম চৌধুরী নিজেও ২০০১ সালের নির্বাচনে নোয়াখালীর গর্ব আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেবের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেন এবং আমাদের নেতা ওবায়দুল কাদের সম্পর্কে কটূক্তি করেন। গত স্থানীয় সরকার নির্বাচনে একরামুল করিম চৌধুরী দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী দিয়ে তাদের পক্ষে ভোট করেন। তার এসব কাজে সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

সংবাদ সম্মেলনে সূবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এইচএম খায়রুল আনাম চৌধুরী সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল, সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, জাতীয় নেতা আবদুল মালেক উকিলের জৈষ্ঠ ছেলে গোলাম মহিউদ্দিন লাতু, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও আবদুল মালেক উকিলের কনিষ্ঠ ছেলে বাহার উদ্দিন খেলন, সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছেরসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

এদিন বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগ বিশেষ বর্ধিত সভার আয়োজন করে। বিশেষ বর্ধিত সভায় জেলা, সদর উপজেলা, নোয়াখালী পৌরসভা ও সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সভায় নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর অন্যায় আচরণ ও দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল থেকে বহিষ্কার চেয়ে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ ও সংসদ সদস্য পদ স্থগিতের দাবি জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় আসছে ইউরোপীয় পার্লামেন্টের ৭ সদস্য

সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপির সঙ্গে আব্দুল আউয়াল মিন্টুর মতবিনিময়

মেহেরপুরে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

শ্বশুরবাড়ির পথে তারেক রহমান

ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে

পে-কমিশনের প্রস্তাবে কোন গ্রেডে বেতন কত?

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ

শাহজালাল মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন

১০

বিশ্বকাপ খেলতে মিরাকলের আশা বিসিবি সভাপতির

১১

প্রতীক পেয়েই প্রচারণা, হাতপাখার প্রার্থীকে জরিমানা

১২

সবার জন্য সমান শিক্ষার সুযোগ করা রাষ্ট্রের দায়িত্ব : রাবি উপাচার্য

১৩

কুমিল্লায় প্রতীক পাননি বিএনপির ২ প্রার্থী

১৪

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির কথা জানালেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

১৫

তিন কারণ দেখিয়ে বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির

১৬

‘আইনশৃঙ্খলা উন্নয়নে মব নিয়ন্ত্রণ জরুরি’

১৭

আইসিসির ২৪ ঘণ্টার আলটিমেটাম, রাতেই বিসিবি-উপদেষ্টার বৈঠক 

১৮

গ্রিনল্যান্ড দখলের নতুন পরিকল্পনা জানালেন ট্রাম্প

১৯

সিলেটকে কাঁদিয়ে ফাইনালে রাজশাহী

২০
X