বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

আমতলী পৌর মেয়রকে খুঁজছে পুলিশ, কঠোর ইসি

আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান মতি। ছবি : সংগৃহীত
আমতলী পৌরসভার মেয়র মতিয়ার রহমান মতি। ছবি : সংগৃহীত

বরগুনার আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্য করে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া, সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানো এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ মামলা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে শুক্রবার (৫ জানুয়ারি) আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা বাদী হয়ে আমতলী থানায় করা মামলায় মেয়র মতিয়ার রহমান মতিকে একমাত্র আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব (আইন) আব্দুছ সালামের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া, সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানো এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ অভিযোগে আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজাকে মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে থানায় মামলা করতে নির্দেশ দেওয়া হয়।

চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল হাই আল হাদী।

অভিযোগ ও মামলার বিষয়ে জানতে আমতলী পৌর মেয়র মতিয়ার রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ‌ বিষয়ে বরগুনার নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদী বলেন, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় আমি নির্বাচন কমিশনের চিঠি পেয়েছি। চিঠির নির্দেশনা অনুযায়ী আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছি। আমতলী থানায় মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু কালবেলাকে বলেন, আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা বাদী হয়ে আমতলী পৌর মেয়র মতিয়ার রহমানকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামি পালাতক থাকায় গ্রেপ্তার করা যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজকে দলে নিতে চান বার্সা মিডফিল্ডার

ইউটিউব আগের চেয়ে কি আলাদা লাগছে, জেনে নিন কারণ

আজ প্রাক্তনকে ক্ষমা করে দিন 

দীর্ঘ ১৬ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বগুড়ায়

এমপিওভুক্ত শিক্ষকদের দাবি অনেকটাই ন্যায্য : উপ প্রেস সচিব

অধিকাংশ পাকিস্তানি পুরুষ অবিশ্বস্ত, দাবি পাক অভিনেত্রীর

বিমানবন্দরে ক্রিকেটার হেনস্তা, জড়িতদের ধরতে পুলিশের সহায়তা চেয়েছে বিসিবি

ছুটির দিনও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

গণমানুষের কণ্ঠস্বর এখন কালবেলা

শিবির প্যানেলের সনাতন ধর্মের সেই সুজন চন্দ্র বিজয়ী

১০

বাংলাদেশে গুম ও নির্যাতনের বিচার নিয়ে জাতিসংঘের বার্তা

১১

মাদ্রাসায় ক্রিকেট চালুর চিন্তা বিসিবির, যা বলছেন শায়খ আহমাদুল্লাহ

১২

রাকসুতে ছাত্রদলের প্যানেল থেকে বিজয়ী জাতীয় খেলোয়াড় নার্গিস

১৩

১৭ হলের ভিপি-জিএস-এজিএস পদে ছাত্রশিবিরের জয়

১৪

আরিয়ান একদম সুইটহার্ট: ঈশিকা দে

১৫

পুরো কলেজে একজন পরীক্ষার্থী, তবু ফেল

১৬

জানা গেল দুপুর পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া

১৭

রাকসুর কেন্দ্রীয় ২৩ পদের ২০টিতেই শিবিরের জয়

১৮

রাকসুর চূড়ান্ত ফল ঘোষণা, কোন পদে কারা জয়ী

১৯

রাকসু নির্বাচনের ফল নিয়ে ছাত্রদলের এজিএস প্রার্থী এষার প্রতিক্রিয়া

২০
X