বরগুনার আমতলী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্য করে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া, সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানো এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ মামলা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে শুক্রবার (৫ জানুয়ারি) আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা বাদী হয়ে আমতলী থানায় করা মামলায় মেয়র মতিয়ার রহমান মতিকে একমাত্র আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপসচিব (আইন) আব্দুছ সালামের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়া, সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখানো এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ অভিযোগে আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজাকে মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে থানায় মামলা করতে নির্দেশ দেওয়া হয়।
চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল হাই আল হাদী।
অভিযোগ ও মামলার বিষয়ে জানতে আমতলী পৌর মেয়র মতিয়ার রহমানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বরগুনার নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদী বলেন, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় আমি নির্বাচন কমিশনের চিঠি পেয়েছি। চিঠির নির্দেশনা অনুযায়ী আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছি। আমতলী থানায় মেয়র মতিয়ার রহমানের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা হয়েছে। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু কালবেলাকে বলেন, আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা বাদী হয়ে আমতলী পৌর মেয়র মতিয়ার রহমানকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামি পালাতক থাকায় গ্রেপ্তার করা যায়নি।
মন্তব্য করুন