চাঁদপুর শহরের বাসস্ট্যান্ডে আগুনে পুড়েছে আনন্দ পরিবহনের থেমে থাকা একটি যাত্রীবাহী বাস। ভোরে আগুন লাগার দৃশ্য চোখে পড়তেই বাসে ঘুমিয়ে থাকা চালক ও হেলপার বাস থেকে লাফিয়ে বের হতে গিয়ে আহত হন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার (৬ জানুয়ারি) ভোরে অন্যান্য জেলার মতো চাঁদপুরের বাসেও আগুন লাগার ঘটনাটি ভাবাচ্ছে সবাইকে।
স্থানীয়রা জানান, দেশের বিভিন্ন স্থানে বিএনপি হরতাল ডাকার পর থেকেই বাস-ট্রেনসহ বিভিন্ন পরিবহনে দুর্বৃত্তরা আগুন লাগাচ্ছে এবং এতে অনেকেই হতাহত হচ্ছে। শুক্রবার সন্ধ্যায়ও হরতালের সমর্থনে শহরে বিএনপির নেতাকর্মীরা আগুন জ্বালিয়ে মশাল মিছিল করেছে। এরপর ভোরে বাসে আগুন লাগার ঘটনাটি রাজনৈতিক নাশকতা কিনা এ নিয়ে সুষ্ঠু তদন্তের প্রয়োজন।
গাড়ির চালক আহত নাছির উদ্দিন বিপ্লব ও হেলপার খোকন মিয়া বলেন, আমরা গাড়িতে ঘুমিয়েছিলাম। পরে আগুন লাগার দৃশ্য চোখে পড়তেই গাড়ি থেকে লাফিয়ে নামার সময় আমরা আহত হই।
আনন্দ পরিবহনের মালিক শম্ভু চন্দ্র দাস বলেন, হেলপার খোকনের শরীরের কিছু অংশ পুড়ে গেছে। কয়েকজন মুখোশধারী যুবক গাড়িতে আগুন দিয়েছে। গাড়িটি গতকাল নির্বাচনী কাজে নিয়োজিত ছিল। আজকেও নির্বাচনের কাজে যাওয়ার কথা ছিল। আমরা সাধারাণ মানুষ কেন ক্ষতির সম্মুখীন হচ্ছি বুঝতেছি না।
চাঁদপুরের ফায়ার স্টেশন কর্মকর্তা সানোয়ার হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আমরা যাওয়ার পূর্বেই বাসের সিট ও গ্লাস আংশিক পুড়ে গেছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শেখ মুহসীন আলম বলেন, কয়েল থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনার সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন