বগুড়ার শেরপুরে আওয়ামী লীগের দলীয় মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ মজিবর রহমান মজনুর প্রধান নির্বাচনী কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (৬ জানুয়ারি) বিকেলে শহরের স্থানীয় বাসস্ট্যান্ড এলাকাস্থ প্রধান নির্বাচনী কার্যালয় টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অর্নাস কলেজের পাশে জনতা ব্যাংকের সামনে বিকট শব্দে হঠাৎ এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
খোঁজ নিয়ে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ মজিবর রহমান মজনুর ওই প্রধান নির্বাচনী কার্যালয়ের পাশে মুখোশপরা দুজন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে আসেন। এরপর একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। এ সময় ককটেলের বিকট শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে ঘটনা অনুসন্ধানে মাঠে নামেন।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ওসি এসএম রেজাউল করিম রেজা বলেন, একটি ককটেল সদৃশ্য বস্তুর বিস্ফোরণ ঘটানোর শব্দ পাওয়া গেছে। বিষয়টি জানার পর ঘটনাটি খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে কাজ শুরু করেছেন। দ্রুততম সময়ের মধ্যেই দুর্বৃত্তদের চিহ্নিতকরণসহ তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন