দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের মতো বরিশালেও ভোটগ্রহণ শুরু হবে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায়। ইতিমধ্যে বিভাগের সব জেলায় ভোটগ্রহণের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। তবে জেলার শতাধিক ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন রিটার্নিং অফিসাররা। এ অবস্থায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। বরিশাল জেলার ৬টি আসনে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার জেলার ৮২৭টি কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট বাক্সসহ নির্বাচনীসামগ্রী।
শনিবার জেলার ৬টি সংসদীয় এলাকার স্ব স্ব উপজেলা পরিষদ থেকে প্রিসাইডিং কর্মকর্তার কাছে ভোটের সরঞ্জামাদি বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এবার ৬টি আসনে স্বতন্ত্রসহ ১০ দলের মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে নির্বাচন অবাধ করতে জেলায় সেনাবাহিনীর ৬০৮ জন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ১৭ প্লাটুন বিজিবি-র্যাবসহ কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। প্রিসাইডিং কর্মকর্তারা জানান, নির্বাচনী সরঞ্জামসহ কেন্দ্রে পৌঁছে কেন্দ্র ও বুথ প্রস্তুত এবং বেষ্টনী নির্মাণসহ পুরো ভোটকেন্দ্রের দায়িত্ব নিয়েছেন তারা। রাত থেকে ভোটকেন্দ্রে অবস্থান করছেন তারা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল মারুফ বলেন, নির্বাচনী মাঠে স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল টিম হিসেবে দায়িত্ব পালনের জন্য বরিশাল সিটি ও জেলায় মোট ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ দলগুলো আগামী ৯ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবে।
এ ছাড়া জেলার ৬টি আসনে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীর মোট ৬০৮ জন সদস্য মোতায়েন করা হয়েছে। এদের মধ্যে বরিশাল ৫ আসনে ১৬০ জন সদস্য মোতায়েন রয়েছে। বাকি সদস্যেদের প্রতি উপজেলায় ৪০ থেকে ৬০ জন করে পাঠানো হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের ৪৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন বলেও জানান তিনি।
বরিশাল জেলার ৬টি আসনে মোট ভোটকেন্দ্র ৮২৭টি। ভোটকক্ষ ৪ হাজার ৯৪১টি। ৬ আসনে মোট ভোটার ২১ লাখ ২৯ হাজার ৯৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮১ হাজার ১৫০ জন, নারী ভোটার ১০ লাখ ৪৮ হাজার ৮১৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৯ জন।
মন্তব্য করুন