বগুড়া-৬ আসনে একটি ভোটকেন্দ্রে হাতবোমা বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে শহরের ধাওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
এ সময় একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে ও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় কেউ আহত হয়নি।
তবে ধাওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বেলাল হোসেন এটিকে ককটেল হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আজ সকাল ১০টার দিকে কেন্দ্রের বাইরের একটি ভবন থেকে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করে। একটি বিস্ফোরণ হলেও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়। তবে কারও ক্ষয়ক্ষতি হয়নি। ভোটের পরিবেশ শান্ত আছে।
বগুড়া সদর থানা পুলিশের ওসি সাইহান ওলিউল্লাহ জানান, হাতবোমা বিস্ফোরণের ঘটনায় কাউকে আটক করা যায়নি। পুলিশের টহল বাড়ানো হয়েছে।
মন্তব্য করুন