মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে গেছেন তিনবারের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
এই আসনের মোট কেন্দ্র ১৯৩। সব কেন্দ্রের ঘোষিত ফলে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) দেওয়ান জাহিদ আহমেদ টুলু পেয়েছেন ৮৮ হাজার ৩০৯ ভোট। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (নৌকা) মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট।
এই আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৮৭৩ জন এবং নারী ২ লাখ ৩২ হাজার ১১৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছ মোট ৩ জন। এই আসনের মোট কেন্দ্র সংখ্যা ছিল ১৯৩।
এদিকে, মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর, শিবালয় উপজেলা নিয়ে মানিকগঞ্জ-১ আসন। এখানে বেসরকারিভাবে ঈগল মার্কা নিয়ে ৮৪ হাজার ৮৯৪ ভোটে পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন মাহমুদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী জহিরুল আলম রুবেল ৩৮ হাজার ১০৯ ভোট পান।
এই আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩৬ হাজার ৯৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৪৯১ জন এবং নারী ভোটারের সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৫০৪ জন। এখানে তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা মাত্র ২ জন। এই আসনে মোট ভোট কেন্দ্র ছিল ১৮০টি।
মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ১ লাখ ২৬ হাজার ৭২০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী উদীয়মান সূর্য প্রতীকের গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম কামাল ৫ হাজার ৩৯১ ভোট পেয়েছেন।
এই আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ৪৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৪৪ এবং নারী ১ লাখ ৭৯ হাজার ৯১৫ জন। এই আসনের মোট কেন্দ্র সংখ্যা ছিল ১৪৩।
মানিকগঞ্জের তিনটি আসনের ৫১৬টি ভোটকেন্দ্রে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সারাদিন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রেই ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন