নারায়ণগঞ্জের ফতুল্লায় বহুতল ভবনে নির্মাণাধীন লিফটের ফাঁক দিয়ে নিচে পড়ে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া খন্দকার জনি (৩৯) মাছ ব্যবসায়ী।
রোববার (৭ জানুয়ারি) রাত ১০টার ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার খন্দকার টাওয়ারে এ ঘটনা ঘটে। খন্দকার জনি ওই এলাকার নাসির খন্দকারের ছেলে। তিনি শহরের ৫ নম্বর মাছ ঘাটের ব্যবসায়ী ছিলেন।
নিহতের বন্ধু রোমান মিয়া জানান, সন্ধ্যার পর তারা এক সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। রাত ৮টার পর তিনি তার বাড়ি ফিরে যান। পরে রাতে নির্মাণাধীন ভবনটির লিফটের ১০ তলার ফাঁকা অংশ দিয়ে জনির নিচে পড়ে যাওয়ার খবর পান।
পরে তাকে উদ্ধার করে প্রথমে শহরের ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে জনির মৃত্যু হয়। তবে কী কারণে বা কেন তিনি ১০ তলায় উঠেছিলেন তা জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া জানান, রাতে নিহতের পরিবারের মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন