সাভার  প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ১০:০৯ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি : নিপুণ রায়

আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়। ছবি : কালবেলা
আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায়। ছবি : কালবেলা

জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় বলেছেন, বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং তাদের এভাবে জোর করে আর ক্ষমতা আঁকড়ে থাকতে দেওয়া হবে না।

বুধবার (৫ জুলাই) বিকেলে ঢাকার সাভারের কলমা এলাকায় সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাভার ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফার বাসভবনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

নিপুণ রায় বলেন,আওয়ামী লীগ সরকার দেশে জোর জুলুম ও একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে রেখেছে। তারা ভাবছে এভাবেই আজীবন ক্ষমতায় থাকবে। কিন্তু তাদের এভাবে জোর করে আর ক্ষমতা আঁকড়ে থাকতে দেওয়া হবে না। আমরা এবার জনগণকে সঙ্গে নিয়ে এই ফ্যাসিবাদী সরকার পতনের ডাক দিয়ে চূড়ান্ত আন্দোলনে নামব।

এদিকে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য চলাকালে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে হামলা ভাঙচুর চালালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে বলে জানা যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপির নেতাকর্মীরা দ্রুত আলোচনা সভাস্থল ত্যাগ করেন।

সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, সাভার থানা বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও উঠান বৈঠকে ছাত্রলীগের নেতৃত্বে পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসী হামলা চালিয়ে অনুষ্ঠান পণ্ড করার চেষ্টা করা হয়। পরে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

গোলাম মোস্তফা বলেন, আর কোনো ছাড় নয়, এবার আঘাত আসলে পাল্টা আঘাত হবে।

এদিকে সাভার মডেল থানা পুলিশের ওসি অপারেশন নয়ন কারকুন বলেন, হামলার কোনো ঘটনা ঘটেনি বরং অনুষ্ঠান শেষে পুলিশ বিএনপি নেতারা নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করতে সহযোগিতা করেছে।

সাভার থানা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সাইদুল ইবনে হাসিব সোহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন ফেরদৌস মোরাদ, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আইয়ুব খান, ঢাকা জেলা যুবদলের সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম ও ঢাকা জেলা মহিলা দলের সাবেক আহ্বায়ক সাবিনা ইয়াসমিন।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সহসভাপতি রাকিবুল ইসলাম রকি, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক সুরুজ্জামান, সাভার থানা বিএনপি সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাভার থানা বিএনপির যুগ্মসম্পাদক আরিফ হোসেন মেম্বার, সাভার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, সাভার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ইউছুপ, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শের-আলী, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন মেম্বার, বনগাঁউ ইউনিয়ন সভাপতি আবু সাঈদ,বনগাঁও ইউনিয়ন সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন বাদল, কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিনসহ সাভার থানা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

গণতন্ত্র চাইলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : ফখরুল

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

ফের বাড়ল স্বর্ণের দাম, বিক্রিও চড়া

মুশফিককে প্রশংসায় ভাসিয়ে যা বললেন দুবারের বিশ্বকাপজয়ী পন্টিং

জকসু নির্বাচন / শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল

১০

জকসু উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি

১১

ভাঙল শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট

১২

যে কারণে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না রাকিব-তপু

১৩

আজ বিশ্ব পুরুষ দিবস

১৪

দীনেশ চন্দ্র পালের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা সভা

১৫

একটানে জালে উঠল ২০০ মণ ইলিশ

১৬

এত বড় তারকা হয়েও হামজার মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই : পাপ্পু

১৭

ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন যেভাবে

১৮

বিএনপিসহ ৬টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির বৈঠক চলছে

১৯

নিউইয়র্কে ফ্ল্যাট, হীরাখচিত মুকুট ও ব্যক্তিগত বিমান, মিথিলা কি পাবেন সেই স্বপ্নের চাবি?

২০
X