বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সুরঞ্জিতের পত্নী হওয়ায় বিজয়ী হলেন জয়া

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিজয়ী প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী স্বতন্ত্র প্রার্থী ড. জয়া সেন গুপ্তা। ছবি : সংগৃহীত
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিজয়ী প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী স্বতন্ত্র প্রার্থী ড. জয়া সেন গুপ্তা। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে মনোনয়ন বঞ্চিত ড. জয়া সেন গুপ্তাকে ভোট দিয়ে প্রয়াত সুরঞ্জিতের প্রতি ভালোবাসা দেখালেন দিরাই-শাল্লার ভোটাররা। নির্বাচনী এলাকার দুই উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ্ আল মাহমুদের (আল আমিন চৌধুরী) চেয়ে বেশি ভোট পেয়েছেন জয়া সেনগুপ্তা। স্থানীয় ভোটাররা বলছেন, নির্বাচনের প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর ওপরই সন্তুষ্টি কম ছিল ভোটারদের। কিন্তু প্রয়াত সুরঞ্জিতের প্রতি ভালোবাসা থেকেই, তার প্রতিনিধি চিন্তা করে জয়া সেনকে বেছে নিয়েছেন তারা।

সাতবার নির্বাচন করায় প্রয়াত পার্লামেন্টারিয়ান-রাজনীতিবিদ সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) ভোটের রাজনীতিতে ‘সুরঞ্জিতের আসন’ হিসেবে পরিচিত। ২০১৭ সালের ৫ ফেব্রুয়ারি তিনি মারা গেলে, তার স্ত্রী ড. জয়া সেনগুপ্তা ওই বছরের ৩০ মার্চ অনুষ্ঠিত উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ সালের নির্বাচনেও জয়া সেন দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। এবার দলের মনোনয়ন চেয়েও পাননি তিনি। মনোনয়ন পান আইজিপির ভাই শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ্ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ে শাল্লা উপজেলায় নৌকার চেয়ে কাঁচি মার্কায় চার হাজার ১৩ এবং দিরাই উপজেলায় পাঁচ হাজার ৯০ ভোট বেশি পান জয়া সেন। নির্বাচনী এলাকার তিন কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। ওই তিন কেন্দ্রের ভোট ছিল ৯ হাজার ৫৭। জয়া সেন ওই তিন কেন্দ্র ছাড়াই ভোট পান ৬৭ হাজার ৭৭৫ এবং আল আমিন চৌধুরী পান ৫৮ হাজার ৬৭২ ভোট। ওই তিন কেন্দ্রের সকল ভোট আল আমিন চৌধুরী পেলেও জয়া সেনের ভোট বেশি হয় বিবেচনায় বেসরকারিভাবে তিনি বিজয়ী হন।

নির্বাচনী এলাকা শাল্লা ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার বললেন, প্রয়াত সুরঞ্জিতের স্ত্রী ড. জয়া সেনগুপ্তা মনোনয়ন চেয়েও না পাওয়ায় ভোটাররা আওয়ামী লীগের মনোনয়নদাতাদের ওপর কিছুটা বিরক্ত ছিলেন। এ ছাড়া জয়া সেনের বিরুদ্ধে সমালোচনা ছিল, তিনি এলাকায় সময় দেননি, দিরাইয়ের আওয়ামী লীগ নেতা প্রদীপ রায় তার প্রতিনিধিত্ব ভালোভাবে করতে পারেননি। ঠিক একইভাবে শাল্লায়ও সমালোচনা ছিল, আল আমিন চৌধুরী ও শাল্লায় জয়ার প্রতিনিধিত্ব ঠিকভাবে করেননি। অর্থাৎ জয়া ও আল আমিন দুজনের প্রতিই অসন্তুষ্টি ছিল ভোটারের। প্রার্থী দুইজনের পক্ষেই আওয়ামী লীগের নেতারা বিভক্ত হয়ে সক্রিয় ছিলেন। দুজনকেই ভোটাররা আওয়ামী লীগেরই প্রার্থী বিবেচনা করেছেন। এই অবস্থায় ভোটের দিন যতই ঘনিয়ে আসছিল, প্রয়াত রাজনীতিক জাতীয় নেতা সুরঞ্জিত সেনকে প্রচারে সামনে আনতে সক্ষম হয়েছিল জয়ার সমর্থকরা। এ প্রচার মানুষ গ্রহণ করেছে। এ ছাড়া বিএনপির ভোটাররা যারা কেন্দ্রে গিয়েছে, তারা আল আমিনের নৌকায় ভোট না দিয়ে জয়ার কাঁচি মার্কায় ভোট দিয়েছে বলে এলাকায় প্রচার আছে।

দিরাইয়ের রফিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদার বলেন, প্রায় ৫০ বছর দিরাই-শাল্লার মানুষের সঙ্গে নিবিড়ভাবে জড়িত ছিলেন প্রয়াত নেতা সুরঞ্জিত সেন গুপ্ত। তাকে কুঁড়ে ঘর প্রতীকেও ভোট দিয়েছে এখানকার মানুষ। প্রয়াত সুরঞ্জিতের রাজনৈতিক প্রতিভাকে মানুষ মূল্যায়ন করেছে তার স্ত্রীকে ভোট দিয়েছেন। নির্বাচনে দুইপক্ষই ‘সম্প্রদায় ইস্যু’ প্রত্যক্ষ-পরোক্ষভাবে কাজে লাগানোর চেষ্টা করেছেন। কিন্তু দিরাই-শাল্লার অসাম্প্রদায়িক মানুষ এসব প্রচারকে খুব একটা আমলে নেননি।

প্রবীণ রাজনীতিবিদ অমর চাঁন দাস বলেন, নির্বাচনের দুই দিন আগে শাল্লার ভেড়াডহরে রবীন্দ্র বৈষ্ণবের ফসলি জমিতে প্রভাবশালী অন্যপক্ষ মই দেওয়ার বিষয়টিকে একটি সম্প্রদায়ের লোকজন ভালোভাবে দেখেননি। জয়া সেনের পক্ষ এ ইস্যুটিকে কাজে লাগিয়েছে। সম্প্রদায় ইস্যুকে কাজে লাগিয়েও কিছু ভোট এদিক-সেদিক হয়েছে।

শাল্লার একজন সরকারি চাকরিজীবী বলেন, জয়া সেন মনোনয়ন না পেয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর, তিনি (শেখ হাসিনা) যে জয়া সেনের সঙ্গে ছবি তুলেছেন, এ ছবি জয়া সেনকে দিয়ে বলেছেন, আপনি এটি এলাকাবাসীকে দেখাবেন। প্রধানমন্ত্রী জয়া সেনকে ভোটে দাঁড়ানোরও অনুমতি দিয়েছেন। এ কারণে দলীয় প্রতীক না পেলেও তার কর্মীদের মনোবল ভাঙেনি।

জয়া সেন সোমবার দুপুরে কালবেলাকে বললেন, ভোটে জেতায় আমার কোনো ক্যারিশমা নেই। সুরঞ্জিত সেনগুপ্তের প্রতি ভালোবাসা থেকে আমাকে ভোট দিয়েছেন দিরাই-শাল্লার ভোটাররা। সুরঞ্জিত সেন গুপ্তের জন্য এখনো এখানকার মানুষ কাঁদেন। স্বরাষ্ট্রমন্ত্রী কামাল ভাই (আসাদুজ্জামান খাঁন কামাল) যেমন আমাকে দেখলেই বলেন, আপনাকে দেখলেই বৌদি সুরঞ্জিত দা’র কথা মনে পড়ে। মনে হয় ওই বোধ হয় দাদা আসছে। ঠিক একইভাবে এখানকার মানুষও উনার (সুরঞ্জিত সেন গুপ্ত) কথা মনে করেই আমাকে ভোট দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, প্রশাসনের সতর্কতা

রাজধানী থেকে পুরনো যানবাহন সরাতে অ্যাকশনে নামছে বিআরটিএ

কালবেলায় সংবাদ প্রকাশের পর ইউএনওকে বদলি

ববি প্রশাসনকে ‘মৃত’ ঘোষণা করে গায়েবানা জানাজা

স্কুলের ১৮টি গাছ কাটলেন প্রধান শিক্ষক

শাহ আমানত বিমানবন্দরের রানওয়েতে কুকুর, ব্যবস্থা নিতে মেয়রকে চিঠি

আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে কুপিয়ে হত্যা

বাবরি মসজিদ বানাবেন পাকিস্তানি সেনারা : পাকিস্তানের সিনেটর

কাশ্মীর হামলার পর চাপে ভারতের মুসলিমরা, বেড়েছে দমনপীড়ন

ছাত্রদের ক্ষমতায় এনে দেশের ক্ষতি করা হয়েছে : সোহেল

১০

সন্ধ্যা নদীতে বাঁধ নির্মাণের দাবি

১১

মে মাসে হতে পারে ২টি ঘূর্ণিঝড়

১২

শ্রমিক সমাবেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান

১৩

ভয়াবহ পরিস্থিতিতে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ইসরায়েলে

১৪

গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা আনল বাংলালিংক

১৫

জয়ের পরও শান্তর মুখে হতাশা

১৬

রাজশাহী মাউশি কার্যালয়ে দুদকের অভিযান নিয়ে প্রশ্ন

১৭

জিআই স্বীকৃতি পেল নরসিংদীর লটকন

১৮

মুসলিম ছাত্রকে পাকিস্তানের পতাকায় মূত্রত্যাগে বাধ্য করার অভিযোগ ভারতে

১৯

পাকিস্তানের সেনাবাহিনীকে ‘কড়া হুঁশিয়ারি’ ভারতের

২০
X