গাজীপুরে টঙ্গীর কলাবাগান বস্তি এলাকায় উচ্ছেদবিরোধী মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বস্তিবাসী উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন আয়োজন করেন। মানববন্ধন চলাকালীন একদল লোক হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে।
এর আগে, স্থানীয় সাবেক কাউন্সিলর হাশেম, সাবেক কাউন্সিলর সেলিম ও ওয়ার্ড বিএনপির সভাপতি জহিরুল ইসলাম নামাবাজার বস্তি এলাকায় বিএনপির সহ-অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে উপস্থিত ছিলেন। তারা বস্তিবাসীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করার প্রস্তাব দেন। তবে বস্তিবাসী তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে কলাবাগান বস্তির অন্য প্রান্তে মানববন্ধন শুরু করে।
মানববন্ধন চলাকালে হামলার পর সভা পণ্ড হয়ে যায় এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, তারা সাদা পোশাকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান কালবেলাকে বলেন, ‘ঘটনার খবর পেয়েছি এবং পুলিশ পাঠানো হয়েছে। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পরে কলাবাগান বস্তির মসজিদের ভেতরে স্থানীয় বিএনপি নেতা হাশেমসহ কয়েকজন বক্তব্য দেন এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। সাবেক কাউন্সিলর হাশেম বলেন, ‘আমি আগে থেকেই বিষয়টি জানতাম এবং চেয়েছিলাম বস্তিবাসীর সঙ্গে কথা বলে হামিম গ্রুপ থেকে ক্ষতিপূরণ নিশ্চিত করতে। মূল উদ্দেশ্য ছিল যাতে মহাসড়ক অবরোধ বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।’
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
মন্তব্য করুন