দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ধুনট উপজেলায় ১৯ কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী চারপ্রার্থী শূন্য ভোট পেয়েছেন। এসব কেন্দ্রে চার প্রার্থীর প্রতীকে একটি ভোটও পড়েনি। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শেরপুর ও ধুনট উপজেলা নিয়ে বগুড়া-৫ আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে কোনো স্বতন্ত্র প্রার্থী ছিল না। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ মজিবর রহমান মজনু বিজয়ী হয়েছেন।
ইসলামী ঐক্যজোটের নজরুল ইসলাম (মিনার) নাংলু এমকেএম ফাজিল মাদ্রাসা ও পিরাপাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কোনো ভোট পাননি।
এ ছাড়া বাংলাদেশ কংগ্রেস পার্টির মামুনার রশিদ (ডাব) প্রতীকে পূর্বগুয়াডহরী প্রভাতী মডেল একাডেমি কেজি স্কুল কেন্দ্রে ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের আলী আসলাম হোসেন রাসেল (টেলিভিশন) নাংলু এমকেএম ফাজিল মাদ্রাসা, পিরাপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোকসাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খাটিয়ামারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে কোনো ভোট পড়েনি।
অন্যদিকে জাতীয় সমাজতান্ত্রিক দলের রাসেল মাহমুদ (মশাল) নাংলু এমকেএম ফাজিল মাদ্রাসা, পিরাপাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামপুর দাখিল মাদরাসা, উত্তর বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভালুকাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারনাটাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোপালপুর খাদুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বানিয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চৌকিবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কোনো ভোট পড়েনি।
মন্তব্য করুন