মাদারীপুরের ডাসারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) জেলার ডাসারের পৃথক দুই স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজনের নাম মো. মাহাদী। সে সদর উপজেলার মার্দা গ্রামের জসিম সরদারের ছেলে। খালার বাড়ি বেড়াতে এসে বুধবার বিকেলে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বালিগ্রামে পানিতে ডুবে মারা যায়।
স্থানীয় সূত্রে জনা গেছে, বুধবার বিকেলে খালার বাড়ির উঠানে খেলা করছিল মাহাদী। পরে সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পাঁ পিছলে পানিতে ডুবে মারা যায়।
অন্যদিকে একই দিনে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের আলিফ নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আলিফ উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রাম গ্রামের হাফিজুল সরদারের ছেলে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলিফ বিকেলে সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের একটি রাস্তায় খেলতে যায়। এ সময় পা পিছলে রাস্তার পাশে একটি ডোবায় পড়ে গেলে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ডাসার থানার ওসি এস এম শফিকুল ইসলাম বলেন, পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন