রাজশাহীর বাগমারা উপজেলায় ট্রেনে কাটা পড়ে আক্তারুজ্জামান গোলাপ নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বীরকুৎসা রেলস্টেশনের পূর্ব পাশে থাইপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আক্তারুজ্জামান গোলাপ উপজেলার যোগীপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ইউপি সদস্য আক্তারুজ্জামান গোলাপ মোটরসাইকেলে বড় ভাইয়ের সঙ্গে দেখা করতে নাটোর যাচ্ছিলেন। এ সময় বীরকুৎসা রেলস্টেশনের পূর্ব পাশে থাইপাড়া নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
মন্তব্য করুন