ঝালকাঠির কাঁঠালিয়ার বড় কাঁঠালিয়া গ্রামের বিধবা নুরজাহানের বসতবাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চার লক্ষাধিক টাকার বলে দাবি নুরজাহানের।
বুধবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার বড় কাঁঠালিয়া গ্রামের মৃত শাজাহান জমাদ্দারের বিধবা স্ত্রী নূরজাহান বেগমের বসতঘরে আগুন লাগে। প্রথমে এলাকাবাসীর সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এ সময় গৃহকর্ত্রী নূরজাহান ওই ঘরে আটকা পড়ে। উপস্থিত জনতার প্রচেষ্টার পর ঘরের জানালা ভেঙে তাকে উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। ইতোমধ্যে নূরজাহানের পুরো ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
নূরজাহানের পুত্রবধূ রুমা জানান, আমার শাশুড়ি ঘরে একা থাকে। আমরা পাশে পৃথক ঘরে থাকি। রাতে হঠাৎ আমার শাশুরি আগুন, আগুন, বাঁচাও, বাঁচাও বলে চিৎকার করে। তখন আমরা এসে দেখি ঘরের বারান্দায় আগুন জ্বলছে। আমাদের ডাক-চিৎকারে গ্রামবাসী ছুটে আসেন। তখনও আমার শাশুড়ি ঘরের ভিতরে আটকা ছিলেন। ঘরের জানালা ভেঙে শাশুড়িকে উদ্ধার করি। ফায়ার সার্ভিস আসতে আসতে পুরো ঘরটি আগুনে পুড়ে যায়। আমার শাশুড়ি সহায় সম্বল বলতে যা ছিল তা সব শেষ হয়ে গেছে।
কাঁঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মো. নুরুল আলম মিলু বলেন- অসহায় পরিবারের জন্য আমাদের সরকারিভাবে যা করণীয় রয়েছে আমরা সেই ধরনের সাহায্য সহযোগিতা করব।
কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমরা দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি।
মন্তব্য করুন