সদ্য গঠিত দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিপরিষদে ড. মো. আব্দুস শহীদ কৃষিমন্ত্রী হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান মৌলভীবাজার-৩ এর নবনির্বাচিত এমপি মোহাম্মদ জিল্লুর রহমান। কৃষিমন্ত্রী আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে সাতবারের নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।
শুক্রবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় ঢাকাস্থ নবনির্বাচিত কৃষিমন্ত্রীর বাসভবনে তাকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান, টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু খানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন