সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে একটি মাছের ঘের নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে কাকড়াবুনিয়া স্লুইসগেটের ওপর দুই পক্ষ মুখোমুখি হলে হামলা, ভাঙচুর, লুটপাট, ধাওয়া-পাল্টাধাওয়া ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
খবর পেয়ে আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ কুমার ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই একটি পরিত্যক্ত ও একটি বসতঘর আগুনে পুড়ে যায়। এ বিষয়ে ওসি বিশ্বজিৎ কুমার বলেন, উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এর অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় উভয়পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে যাওয়ার আগেই দুটি ঘর আগুনে পুড়ে যায়। ঘটনাস্থল থেকে রবিউল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিউলসহ ১৭ জনকে আসামি করে একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নাং ০১(০৮)২৪।
জানা গেছে, কাকড়াবুনিয়া গ্রামের মৃত সাহরাফ উদ্দিন সরদারের ছেলে গাজীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমানের সঙ্গে একই গ্রামের মৃত আব্দুর রহমান গাজীর ছেলে মোস্তাক, খলিল, মাসুমসহ আরও অনেকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে। এরমধ্যে উভয় পক্ষ ডজন খানেক মামলার আসামি হয়ে বর্তমানে জামিনে রয়েছে। সম্প্রতি অধ্যক্ষ জামিন পেয়ে একটি ঘের দখলের চেষ্টা চালায়। এ কারণে হামলা, মামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বসত বাড়িতে অগ্নিসংযোগের বিষয়টি রহস্যজনক বলে এলাকাবাসীর অভিযোগ। তবে বিষয়টি পূর্ণ তদন্তের দাবি জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।
মন্তব্য করুন