সাতক্ষীরা-খুলনা মহাসড়কে মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে অভিকুমার দে (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। নিহত অভিকুমার স্থানীয় তালা সরকারি কলেজ অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র এবং একজন ছাত্রলীগ কর্মী। পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (১৪ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরব নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অভি পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার তপন কুমার দের ছেলে।
আহতরা হলেন- কুমিরার কদমতলা এলাকার কাঠ ব্যবসায়ী আলমগীর হোসেনের ছেলে আসিফ হোসেন (২০) ও খলিষখালীর কাটাখালী এলাকার উত্তম মন্ডলের ছেলে শিমুল মন্ডল (২১)। আহতরা বর্তমানে সাতক্ষীরা সিভি হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী কুমিরা ইউপি সদস্য মফিদুল ইসলাম ও খলিষখালী এলাকার প্রবীর মল্লিক জানান, বেলা ২টার দিকে তিন বন্ধু ইয়ামা এফজেড মোটরসাইকেলযোগে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলটি মহাসড়কের ভৈরব নগর এলাকায় আসলে একটি বাইসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাইসাইকেলটি তখন রাস্তা পার হচ্ছিল। দুর্ঘটনায় ঘটনাস্থলেই অভির মৃত্যু হয়। পরে স্থানীয়রা শিমুল ও আসিফকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
পাটকেলঘাটা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য করুন