নারায়ণগঞ্জের বন্দরে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে সহিদ (৩৮) নামে এক গার্মেন্টসকর্মী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। রোববার (১৪ জানুয়ারি) বিকেলে এ ব্যাপারে নিখোঁজ গার্মেন্টসকর্মীর স্ত্রী রাবেয়া আক্তার বাদী হয়ে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি করেন।
নিখোঁজ গার্মেন্টসকর্মী সহিদ মিয়া বন্দর থানার ২২নং ওয়ার্ডের প্রয়াত সাবেক জাতীয় ফুটবলার মোনেম মুন্নার বাড়ির ভাড়াটিয়া এবং ওই এলাকার আব্দুল রাজ্জাক মিয়ার ছেলে। এর আগে শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টায় ওই ভাড়াটিয়া বাড়ি থেকে কাজের উদ্দেশে ফতুল্লার একটি গার্মেন্টসে যাওয়ার পর থেকে ওই গার্মেন্টসকর্মী নিখোঁজ হয়। অনেক স্থানে খোঁজ করে নিখোঁজের কোনো সন্ধান না পেয়ে এ ব্যাপারে বন্দর থানায় জিডি করা হয়।
জিডির পর পুলিশ নিখোঁজ গার্মেন্টসকর্মীর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে বলে জানান বন্দর থানার ওসি গোলাম মোস্তফা।
মন্তব্য করুন