রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৪, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কোল্ড ইনজুরিতে বোরো বীজতলা ও আলু নষ্টের শঙ্কায় কৃষক

ক্ষেতে কীটনাশক দিচ্ছেন এক কৃষক। ছবি : কালবেলা
ক্ষেতে কীটনাশক দিচ্ছেন এক কৃষক। ছবি : কালবেলা

শৈত্যপ্রবাহ ও ঘনকুয়াশার কারণে বোরো ধানের বীজতলা ও আলুর কোল্ড ইনজুরিসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চাষিদের বোরো ধানের বীজতলার চারা লালচে, হলুদবর্ণ ধারণ করছে। জেলার কিছু কিছু এলাকায় আলুগাছের পাতা ও ডগা পচা রোগ দেখা দিয়েছে। আবহাওয়া এমন থাকলে এই দুই ফসলসহ শীতকালীন বিভিন্ন ফসলের মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলেছে, রাজশাহীতে ৩ হাজার ৪৭১ হেক্টর জমিতে বোরে ধানের বীজতলা তৈরি করা হয়েছে। আলুর চাষ হয়েছে ৩৪ হাজার ৯৫৫ হেক্টর জমিতে। আবহাওয়ার এমন অবস্থা বেশ কয়েক দিন বিরাজ করছে বোরো বীজতলা ও আলুর কিছুটা ক্ষতি হতে পারে।

রাজশাহী কৃষি অফিস সূত্রে জানা গেছে, বোরো মৌসুম শুরু হয়েছে। রাজশাহী জেলায় বিগত বছরগুলোর চেয়ে এ বছর বেড়েছে বোরো ধানের চাষ। এ বছর রাজশাহী জেলায় বোরো ধানের চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ হাজার ১৬৫ হেক্টর। যা গত বছরের চেয়ে প্রায় ১০০ হেক্টর বেশি জমিতে বোরোধানের চাষ হবে হলে আশা প্রকাশ করেছেন তারা। রাজশাহী জেলায় এখন পর্যন্ত বোরোধানের চাষ হয়েছে ১ হাজার হেক্টর।

রাজশাহী আবহাওয়া পর্যাবেক্ষণাগারের লতিফা হেলেন বলেন, সোমবার (১৫ জানুয়ারি) রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলিসিয়াস। গত কয়েক দিন থেকে রাজশাহীর সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কম থাকায় শীতের তীব্রতা বেশি অনুভূতি হচ্ছে।

এ ছাড়া পশ্চিম-উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হওয়ায় আদ্রতা অনেক বেশি। সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। যদিও বিকেল ৩টায় সেটি কমে ৮৭ শতাংশে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, ‘আগামী ২-১ দিন শীতের তীব্রতা বেশি থাকবে। এরপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’ বৃষ্টি হলেই তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান এই আবাহওয়াবিদ।

জেলার উপজেলা ঘুরে দেখা গেছে, বোরোর বীজতলায় কোথাও হলুদ, কোথাও লালচে বর্ণ ধারণ করেছে। আবার অনেক জায়গায় গাছ বিবর্ণ হয়ে যাচ্ছে। কোনো কোনো বীজতলার চারা মারা যেতে শুরু করেছে। তবে কৃষি কর্মকর্তা বলছেন, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে আক্রান্ত বীজতলা সেরে উঠবে। কুয়াশা থেকে রক্ষার জন্য পলিথিন দিয়ে বীজতলা ঢেকে রাখতে হবে।

পবার হরিয়ান ইউনিয়ন এলাকার কৃষক মাসুদ বলেন, কয়েক দিন আগেও বোরো ধানের বীজতলা সবুজ ছিল। কয়েক দিনের তীব্র শীত আর ঘনকুয়াশার কারণে ধানের চারার পাতা মরে যাচ্ছে। পুরো বীজতলায় এমন হচ্ছে। এতে করে বোরো ধানের চারা মারা যাওয়ার শঙ্কা করা হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশার জন্যই এমন হচ্ছে। এমন কুয়াশা অব্যাহত থাকলে বীজতলা নষ্ট হয়ে যাবে।

গোদাগাড়ী উপজেলার আষাঢ়িয়াদহ ইউনিয়নের কৃষক রসুল বলেন, কয়েক দিন থেকে দুপুরের পরে কিছুটা সূর্যের দেখা মিলছে। তবে নেই রোদের তাপ। সন্ধ্যার পরে থেকে বইছে হিমেল হাওয়া। আর গভীর রাত থেকে পড়ছে কুয়াশা। প্রতিদিন সকালে বোরো ধানের বীজতলায় খেজুরের বার্তা দিয়ে কুয়াশাগুলো ফেলে দিচ্ছি। তারপরেও হলুদ হয়ে গেছে ধানের চারা। এমন অবস্থা আরো কয়েক দিন থাকলে ধানের চারার পাতা মরে যাবে।

তানোরের আলুচাষি লুৎফর রহমান বলেন, ‘আমি ৩০ একর জমিতে আলু চাষ করেছি। যেভাবে শীতের তীব্রতা বেড়েছে তাতে আলুর গাছের পাতা ও গডা পচা রোগের আশঙ্কা করছি। আবহাওয়ার এমন অবস্থা বিরাজ করলে অনেক বেশি লোকসানের মুখে পড়তে হবে।’

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেন বলেন, এখনও শীতের কুয়াশার কারণে সেইভাবে বোরো ধানের বীজতলা নষ্ট হয়নি। সেইভাবে ক্ষতি হয়নি। তবে আমরা কৃষকদের পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দিচ্ছি। আর এখন কৃষকরা অনেক বেশি সচেতন। আলুর ক্ষেত্রেও কৃষকরা নিয়মিত পরিচর্যা করছেন। স্প্রে করছেন যাতে শীতের কারণে কোনো রোগবালাই আক্রমণ করতে না পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেয়ামতের দিন যে ৩ ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং মহান আল্লাহ বাদী হবেন

বাম চোখ লাফালে কী হয়? যা বলছেন বিশেষজ্ঞ আলেম

২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি

লবণ নাকি চিনি, কোনটি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে?

হল ত্যাগের নির্দেশ, ঢাবিশিক্ষার্থীদের প্রতি তাসনিম জুমার যে অনুরোধ

ভূমিকম্প আতঙ্কে হল ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান ইডেন শিক্ষার্থীদের

৭ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অনেক

ক্যাম্প ন্যুতে বার্সার রাজকীয় প্রত্যাবর্তন

জনগণকে নিয়ে এলাকার কল্যাণে কাজ করব : রবিন 

১০

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৭৬ ক্লাবকে নিয়ে কোয়াবের চা-চক্রের আয়োজন

১১

ভূমিকম্প আতঙ্কে ঢাবি ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা

১২

এবার নিজেদের মাঠে নাস্তানাবুদ লিভারপুল

১৩

ভূমিকম্পে নিহতদের সম্পর্কে যা বলেছেন নবীজি (সা.)

১৪

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

১৬

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

১৭

বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতির আত্মপ্রকাশ 

১৮

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি

১৯

ভূমিকম্পে নিহত রাফিকে শেষ দেখা দেখলেন মুর্মূষু মা

২০
X